Royal Enfield: বাজার কাঁপাতে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের Guerilla 450, ফিচারসে চাপে পরতে পারে হার্লে

Spread the love

Royal Enfield: বাইকের বাজারে জনপ্রিয় দ্রুতগামী বাইক তৈরির মধ্যে যে সংস্থাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হার্লে ডেভিডসন, বাজাজা, Royal Enfield। এবার বাজারে নতুন বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড৷ ইতিমধ্যে বেশ জনপ্রিয় একটি গাড়ি তৈরির সংস্থা হয়ে উঠেছে এটি। এবার ৪৫০ সিসি ইঞ্জিনের ৫টি বাইক রয়েছে সংস্থার। ধীরে ধীরে সেগুলি লঞ্চ করতে চলেছে সংস্থা। সম্প্রতি রয়্যাল এনফিল্ড গোরিলা মডেলের ট্রেডমার্ক ফাইল করল তারা।

আগামী পয়লা সেপ্টেম্বর এই বাইকটি লঞ্চ করা হবে। বর্তমানে সংস্থার পেজে বাইকটি সম্পর্কে আপডেট পাবেন। এরপর হিমালয়ান ৪৫০ লঞ্চ করবে সংস্থা। জানা যাচ্ছে, বাইকটি অফরোডিং বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে। বাইকে গোরিলা নাম থাকার কারণ এটির চেহারা ও ডিজাইনের জন্য। এর ফলে গাড়ির সঙ্গে নামটির মিল হবে বলে মনে করা হচ্ছে। এতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে।

যারা লং ট্রিপে যান বা দীর্ঘক্ষণ বাইক চালান তাদের জন্য এটি হতে চলেছে একটি আদর্শ বাইক। এতে থাকবে ৪৫০ সিসি ইঞ্জিন যা ৪০ হর্স পাওয়ার ও ৩৭ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে থাকবে ৬ স্পীড গিয়ারবক্স। এছাড়া এতে থাকতে পারে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অফ রোড অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, আপ সাইড ডাউন ফর্ক, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি লাইটিং। এছাড়া থাকতে পারে ট্র্যাকশন কন্ট্রোল।

বাইকটি প্রকাশ্যে এলে আরও বৈশিষ্ট্যগুলি জানা যাবে। আগামী কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে Royal Enfield ৩৫০। তবে আরও কি কি ফিচার্স রয়েছে তা জানা যাবে লঞ্চ হওয়ার পরেই। এর পাশাপাশি উৎসবের মরসুমে রয়্যাল এনফিল্ড হিমালয়ান গোরিলা ৪৫০ আসতে পারে বলে মনে করা হচ্ছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *