Top 10 Two Wheelers: কম দামে তুখোড় ফিচারস, বাজার কাঁপাতে লঞ্চ করল এই ১০টি দুর্দান্ত দু-চাকা, কিনলে শুধুই হবে লাভ

Spread the love

Top 10 Two Wheelers: ভারতীয় বাজারে দুই চাকার যানের চাহিদার কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে দুই চাকার যানবাহনের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো চলতি বছরের আগস্ট মাসে বেশি বিক্রির নিরিখে প্রথম থেকে দশম স্থানের তালিকা।

১. ২,৮৯,৯৩০ ইউনিট বিক্রির মাধ্যমে প্রথম স্থান দখল করে রেখেছে ‘Hero Splendor’। গত বছরের তুলনায় ১.৩৭ শতাংশ বেশি বিক্রি হয়েছে এই বাইক।

২. দ্বিতীয় তালিকায় রয়েছে ‘Honda Activa’। যদিও গত বছরের তুলনায় ২.৮৪ শতাংশ বিক্রি হ্রাস হয়েছে এই স্কুটারের। চলতি বছরে ২,১৪,১৭২ ইউনিট বিক্রি হয়েছে।

৩. তৃতীয় স্থানে রয়েছে ‘Honda Shine’, গত বছরের তুলনায় ২৩.৭৮ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়ে এই বছর মোট ১,৪৮,৭১২ ইউনিট বিক্রি হয়েছে।

৪. ‘Bajaj Pulsar’ এর ৬.৬৪ শতাংশ হ্রাস পেয়েছে বিক্রি। এই বছর ৯০,৬৮৫ ইউনিট বিক্রি হয়েছে।

৫. পরবর্তী স্থানে রয়েছে ‘Hero HF Deluxe’। এই বছর ৭৩,০০৬ ইউনিট বিক্রি হয়েছে এই বাইক। যা আগের বছরের তুলনায় ১.০৮ শতাংশ বৃদ্ধি।

৬. ৭০,০৬৫ ইউনিট বিক্রি হয়েছে TVS Jupiter।

৭. ৩২.৮৮ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে ‘Suzuki Access’ র। চলতি বছর যার ৫৩,৬৫১ ইউনিট বিক্রি হয়েছে।

৮. সবথেকে উল্লেখযোগ্য বিক্রি বেড়েছে ‘TVS Raider’এর। চলতি বছর এটির ১১১.২০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৪২,৩৭৫ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে।

৯. অন্যদিকে ৫৯.৩১ শতাংশ বিক্রি হ্রাস পেয়েছে ‘Bajaj Platina’এর। এই বছর এই বাইকের ৪০,৬৯৩ ইউনিট বিক্রি হয়েছে।

১০. ৩৮,০৪৩ ইউনিট বিক্রির মাধ্যমে ৩৫.১৫ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে ‘Hero Passion’।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *