Two Electric Scooter: নামমাত্র খরচে চালান সারামাস! নিত্য যাতায়াতের জন্য কিনুন এই দুই ইলেকট্রিক স্কুটার, দাম আপনার বাজেটের মধ্যেই

Spread the love

Two Electric Scooter: রোজকার ব্যবহারে অফিস যেতে ও ফিরতে, কলেজ ও স্কুলে যেতে অনেকেই বৈদ্যুতিক স্কুটার ব্যবহারের কথা ভাবেন। কোনটি কিনবেন তা নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যে থাকেন কেউ কেউ। তাই আজকের প্রতিবেদনে সেই সংশয় দূর করার জন্য কিছু বিস্তারিত আলোচনা। যার সাহায্যে মনের সংশয় দূর হবে এবং গ্রাহক তার মনস্থির করতে পারবেন নতুন স্কুটার কেনার ব্যাপারে।

রোজকার ব্যবহারের জন্য একটি স্কুটার হল Hero Electric Flash E2। এতে রয়েছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এটি বৈদ্যুতিক স্কুটারগুলির থেকে অন্যরকম দেখতে। এতে রয়েছে ৪৮ ভোল্ট ও ২৮ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। ২৫০ ওয়াটের একটি মোটর রয়েছে এতে।

সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ থেকে ৫ ঘন্টা। স্কুটারের গতি ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার। একবার সম্পূর্ণে চার্জে এটি ৬৫ কিলোমিটার মাইলেজ দেবে বলেও কোম্পানির তরফে জানানো হয়েছে। Okinaawa lite আরেকটি স্কুটার যা রোজকার ব্যবহারে বেশ নিরাপদ ও সহজ। এতে রয়েছে ১.২৫ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি।

প্রতি ঘন্টায় স্কুটারটি ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৫ ঘন্টা। এর পাশাপাশি সম্পূর্ণ চার্জে স্কুটারটি ৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এই স্কুটারে রয়েছে এলইডি হেডলাইট, টেললাইট, এলইডি ইন্ডিকেটর, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ একাধিক সুবিধা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *