Travel: চারদিকে সবুজে মোড়া, ১৫০০ টাকার মধ্যেই বেড়িয়ে আসুন বাড়ির কাছের এই পাহাড়ি গ্রাম থেকে

Spread the love

Travel: কম বাজেটে দারুন ডেস্টিনেশন! এবারের শীতে ঘুরে আসুন এই জায়গা থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস মনমুগ্ধ করবে আপনার বাংলায় মানেই খেতে ভালোবাসে, বাঙালি মানেই ঘুরতে ভালোবাসে। কাজের ফাঁকে সময় পেলেই মনটা চায় একটু ঘুরে আসি। আর কিছুদিন পরেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। আর শীতের সময় অনেক মানুষ ঘুরতে বেরিয়ে পড়েন। তবে এবারের শীতে যদি আপনার বাজেট যদি কম হয়, তাহলে অল্প বাজেটের মধ্যে ঘুরে আসতে পারেন পশ্চিম বঙ্গের এই জায়গা থেকে।

চলুন তাহলে দেরি না করে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। সমুদ্র অনেকেই ঘুরতে ভালোবাসেন। সেটা দীঘার সমুদ্র বিচ হোক কিংবা গোয়ার বিচ। আবার অনেকে আছেন যারা সমুদ্রের থেকে পাহাড়কে ভ্রমণের আকর্ষণীয় জায়গা বলে মনে করেন। আজ পশ্চিমবঙ্গের এমনই এক পাহাড়ের ঠিকানা দেব যেখানে ঘুরে এলে আপনার মন ভালো হয়ে যাবে। এটি হলো বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড়। এখানে অল্প খরচেই পরিবার নিয়ে ঘুরে আসতে পারবেন।

প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস ঘিরে এক অনন্য মেলবন্ধন রয়েছে শুশুনিয়া পাহাড়ে। এখানে রাজা চন্দ্র বর্মনের শিলালিপি সংরক্ষিত রয়েছে। দুর্গম পাহাড়ের গায়ে লাগানো রয়েছে এই প্রাচীন শিলালিপি। শিলালিপির উপরে চক্র এবং নীচে রয়েছে ব্রাহ্মী লিপি। পাহাড়ের পাদদেশে রয়েছে ঝর্না। এই ঝর্ণাকে অনেকেই পবিত্র বলে মনে করেন। শীতের সময় এই স্থানে প্রচুর মানুষের ভিড় জমে।

এই শীতেও ভ্রমণ করতে চাইলে প্ল্যান শুরু করে দিন। খুবই অল্প খরচের মধ্যে ঘুরে আসা যায় এই স্থানে। ট্রেনে বা বাসে করে যেতে পারবেন এখানে। হাওড়া থেকে দুর্গাপুর হয়ে কিংবা সাঁতরাগাছি থেকে বাঁকুড়া হয়ে যাওয়া যাবে এখানে। এছাড়া ধর্মতলা থেকে শুশুনিয়া গামী বাস রয়েছে। এখানে গিয়ে থাকার জন্য মরুত বাহ রিসোর্ট সহ আরো অনেক রিসোর্ট রয়েছে। যা ১০০০ থেকে ২০০০ এর রেন্টে পেয়ে যাবেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *