5G Internet: স্মার্টফোনে 5G নেটওয়ার্ক চলছে না? জেনে নিন অ্যাকটিভ করার সহজ উপায়

Spread the love

সময় যত এগিয়ে যাচ্ছে ততই প্রযুক্তি উন্নত হচ্ছে। 2G, 3G ছাড়িয়ে 4G’এর সুবিধা পেয়েছেন ব্যবহারকারীরা। এরই মাঝে আবার 5G সুবিধা নিয়ে এসেছে কিছু কিছু টেলিকম সংস্থা। যে তালিকায় রয়েছে এয়ারটেল এবং জিও। একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। কীভাবে ব্যবহার করবেন সেই 5G পরিষেবা?

মনে রাখতে হবে সবার প্রথমেই আপনার মোবাইল ফোনটিকে 5G স্মার্টফোন হতে হবে। এর জন্য আপনাকে নতুন কোনো সিমকার্ড কিনতে হবে না। আপনার আপনার 4G সিমকার্ডটি 5G’তে রূপান্তরিত করতে পারেন। অন্যদিকে জিও তাদের 5G পরিষেবা প্রদানের জন্য বেশ কয়েকটি স্মার্টফোনের নাম প্রস্তাব করেছে।

যে তালিকায় রয়েছে OnePlus, Samsung, Oppo ইত্যাদি। তবে জিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে 2023 সালের ডিসেম্বরের মধ্যে সকল গ্রাহকদের জন্যই তারা 5G পরিষেবা নিয়ে আসবেন। যা উপলব্ধ হলে মোবাইলের সেটিংসে গিয়ে 5G’তে আপডেট করলেই পরিষেবা ব্যবহার করা যাবে।

অন্যদিকে এয়ারটেল’এর তরফ থেকে দেশের 22টি শহরে এই পরিষেবা উপলব্ধ করা হয়েছে। এই সুবিধা লাভের জন্য ‘এয়ারটেল থ্যাঙ্কস’ অ্যাপটি ব্যবহার করতে হবে। এছাড়াও সেটিংসে আপডেট করে খুব সহজেই এই সুবিধা উপলব্ধ হবে। যদিও ‘VI’এর তরফ থেকে এখনো 5G পরিষেবা শুরু করা হয়নি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *