Vespa Scooter: আকর্ষণীয় রঙে লঞ্চ করল Vespa স্কুটার, জেনে নিন দাম ও ফিচারস

Spread the love

ভেসপা ভারতে এক দশক আগে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে ইতালির Piaggio সংস্থার হাত ধরে। সম্প্রতি সংস্থাটি এবার তাদের SXL সিরিজের স্কুটারগুলি নতুন পেইন্ট স্কিমে লঞ্চের ঘোষণা করেছে। Standard SXL, SXL Sports এবং SXL Racing 60s মডেল গুলিতে যুক্ত করা হয়েছে মিডনাইট ডেজার্ট, সানি এসকাপেড, তাসকানি সানসেট এবং জেড স্ট্রেক কালার অপশন। এই কালার অপশনগুলির মধ্যে জেড স্ট্রেক শুধুমাত্র Racing 60’s ভার্সনটিতে উপলব্ধ থাকবে বলেই জানা গিয়েছে।

ইতালির এই সংস্থাটি স্কুটারগুলির বাহ্যিক ডিজাইন এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশে কোন ধরনের বদল আনেনি। সংস্থাটি শুধুমাত্র স্কুটারগুলিতে নতুন রঙের সংযুক্তি ঘটিয়েছে। এছাড়া SXL সিরিজে স্কুটারগুলিতে আগের মতই ১২৫ সিসি ও ১৫০ সিসি দুই ধরনের ইঞ্জিন উপলব্ধ রয়েছে।

প্রথম ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯.৮ এইচপি পাওয়ার এবং ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ৯.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অপরদিকে ১৫০ সিসির ইঞ্জিনটি ৭,৬০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৩২ এইচপি পাওয়ার এবং ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১০.৬০ এমএম টর্ক উৎপন্ন করতে পারে।

ভেসপা দাম অবশ্য অপরিবর্তিত রেখেছে। SXL স্ট্যান্ডার্ড ও ১২৫ সিসি স্পোর্টস সংস্করণ দুটির এক্স শোরুম মূল্য ১.৩২ লক্ষ টাকা। অপরদিকে ১৫০ সিসি ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য হল ১.৪৬ লক্ষ টাকা। স্পোর্টস এডিশনটিতে অতিরিক্ত গাঢ় রঙের প্রলেপের পাশাপাশি স্কুটারের সিটে ভিন্ন রংয়ের পাইপিং ও উভয়দিকের গ্রাফিক্স নজর কাড়ে। এই দুই ধরনের স্কুটারেই ডার্ক ব্লু রঙের মিডনাইট ডেজার্ট ও ডিপ অরেঞ্জ রঙের তাসকানি সানসেট রং যুক্ত করা হয়েছে।

এছাড়াও স্পোর্টস ভ্যারিয়েন্টে অতিরিক্ত হলুদ রঙের সানি এসকাপেড রঙটি দেওয়া হয়েছে। SXL Racing 60’s মডেলটিতে অতিরিক্ত নতুন জেড স্ট্রেক পেইন্ট দেওয়া হয়েছে যার সঙ্গে সবুজ ও হলুদ রঙের কম্বিনেশনে হাইলাইট লক্ষ্য করা যায়। এর ফলে গ্রাহকরা সাদা ও লাল রঙের সঙ্গে আরও একটি নতুন অপশন পাবেন। এই সংস্করণটির ১২৫ সিসির ও ১৫০ সিসির মডেলের এক্স শোরুম মূল্য হল যথাক্রমে ১.৩৮ লক্ষ টাকা ও ১.৫২ লক্ষ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *