Vivo Y35m: ২০ হাজার টাকারও কমে এই দুর্দান্ত 5G স্মার্টফোন আনল Vivo, জেনে নিন ফিচারস সম্পর্কে

Spread the love

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ইতিমধ্যে মন জয় করে নিয়েছে দেশের তারুণ‍্যের। সাধ‍্যের মধ‍্যে দামের সাথে অনন্য ডিজাইন হাই রেজুলেশন ক্যামেরা হাই স্পিড পারফরম্যান্স প্রযুক্তির দারুন ব্যবহার এবং দুর্দান্ত ফিচার্স এই কোম্পানির ফোন গুলিকে করে তুলেছে জনপ্রিয়।

গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি নিয়ে আসা হয়েছে নতুন ফোন। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন চিনা সার্টিফিকেশন প্লাটফর্মে VIVO Y35m নামের একটি নতুন স্মার্ট ফোনকে উপস্থিত হতে দেখা যাচ্ছিল। আর গতকাল সেই ফোনটিই লঞ্চ করা হয়েছে তাও বাজেটমূল‍্যে।

স্পেশিফিকেশন-ফিচার্স- এই ৫জি এনাবল স্মার্টফোনটি HD+ ডিসপ্লে প‍্যানেল, মিডিয়াটেক ডাইমেন সিটি ৭০০ চিপসেট, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএইচপি ব্যাটারি সহ এসেছে।

৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস IPS LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে প্যানেলযুক্ত এই ফোনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা। এছাড়াও এতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে- ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার।

অপারেটিং সিস্টেম হিসেবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ওশান কাস্টমস স্কিম প্রি ইনস্টল থাকছে। জানা গেছে ডিভাইসটি ৮জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপ এর জন্য ১৫ ওয়াট চার্জিং সাপোর্টসহ ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

এত ফিচারস এর সমৃদ্ধ হয়েও এর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। ফোনটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ‍্যারিয়‍্যান্টের দাম রাখা হয়েছে ১৬,৭০০ টাকা। ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ‍্যারিয়‍্যান্টের দাম রাখা হয়েছে ১৯,১০০ টাকা। একইভাবে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ‍্যারিয়‍্যান্টের দাম রাখা হয়েছে ২০,৩০০ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *