Avatars: এবার নিজের লুকের কার্টুন দিয়েই করা যাবে সবার সাথে চ্যাট, জানেন WhatsApp-এর এই নতুন ফিচারসের ব্যাপারে?

Spread the love

অতি শীঘ্রই Meta কোম্পানি দীর্ঘ জল্পনা ও আলোচনার পর তার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর জন্য Facebook এবং Instagram এর মতো হুবহু ডিজিটাল অবতার ফিচার চালু করেছে। ইউজাররা নিজেদের চেহারার ভিত্তিতে কাস্টমাইজ অবতার প্রোফাইলে ফটো হিসেবে সেট করতে পারবেন।

এছাড়াও তারা ৩৬ টি ভিন্ন অবতারে নিজের পার্সোনালাইজড স্টিকারও বেছে নিতে পারবেন। অর্থাৎ, এখন WhatsApp-এ বিভিন্ন ইমোজি এবং অন্যান্য স্টিকার ছাড়াও নিজের মজাদার অ্যানিমেটেড অবতারের মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি শেয়ার করা যাবে। কিন্তু এই ফিচারটি কিভাবে কাজ করবে?

আসলে এটি WhatsApp-এর 3D ডিজিটাল প্রতিরূপ হিসেবে কাজ করবে। ইউজাররা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতোই অ্যাপের নির্দিষ্ট অপশন থেকে মুখের কাঠামো, অবয়ব, স্টাইল, পোশাক, চুলের রং আরো অনেক কিছু বেছে নিয়ে তাদের অবতার তৈরি করতে পারবেন।

কিভাবে বানাবেন WhatsApp-এ ডিজিটাল অবতার: আপনি যদি ইতিমধ্যেই মেটার অন্য কোন অ্যাপ যেমন-ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যদি ডিজিটাল অবতার বানিয়ে থাকেন, সেই স্টিকারগুলি আপনার হোয়াটসঅ্যাপের স্টিকার সেকশনে আপনা আপনিই উপস্থিত হয়ে যাবে।

কিন্তু আপনার যদি ডিজিটাল অবতার না থাকে তাহলে আপনাকে স্টিকার সেকশনে বা সেটিংসে নির্দিষ্ট অবতার বিভাগে যেতে হবে। এরপর সেখান থেকে আপনি মুখের কাঠামো, চুলের রং, চেহারা পোশাক ইত্যাদি বেছে নিয়ে নিজের মতো করে একটি অ্যানিমেটেড অবতার তৈরি করে নিতে পারবেন।

মেটা কোম্পানির মতে, এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ইউজারদের আবেগ, অনুভূতি শেয়ার করার জন্য একটি সহজ এবং মজার পদ্ধতি হতে চলেছে। এই ফিচারটির মাধ্যমে ইউজাররা নিজের ছবি শেয়ার না করেও খুবই সহজেই অন্যদের সঙ্গে চ্যাট করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই আপডেটটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। তবে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি প্রকাশের তারিখ এখনো অজানা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *