Skin Care: শীতে চামড়া কুঁচকে যাচ্ছে? ত্বকের জেল্লা ও টানটান রাখতে ব্যবহার করুন নারকেল তেলের এই ৫টি ফেসপ্যাক

Spread the love

নারকেল তেলের রয়েছে প্রচুর গুন। প্রাচীন কাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে। নারকেল তেল শুধুমাত্র ত্বককেই নয়, চুল ভালো রাখতেও সাহায্য করে। আপনি যদি আপনার ত্বককে সুন্দর করতে চান এবং অকালবার্ধক্য থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে অতি শীঘ্রই বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেল তেলের অসাধারণ ফেসপ্যাক।

ক)নারকেল তেল, কাঁচা দুধ ও বেসন-কাঁচা দুধ, নারকেল তেল ও বেসন একসঙ্গে ভালো করে মিশিয়ে মুখে লাগালে, এটি ক্লিনজার হিসেবে ব্যবহৃত হতে পারে। আপনি দরকার হলে এটি ফ্রিজের মধ্যে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন।

খ) নারকেল তেল, অ্যালোভেরা জেল-নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।এই মিশ্রণটি আপনি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার রুক্ষ শুষ্ক ত্বক হয়ে উঠবে একেবারে নরম তুলতুলে।

গ) নারকেল তেল, ভিটামিন ই অয়েল-নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই অয়েল ভালো করে মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এর ফলে আপনি শীতকালে ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। এছাড়াও এই মিশ্রণটি প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগও খুব সহজেই দূর হবে।

ঘ) নারকেল তেল, টক দই-উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেল ও টক দই একসঙ্গে ভালো করে মিশিয়ে মুখে লাগাতে পারেন। আর আপনি যদি এটি স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে চান তাহলে এর সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

ঙ) নারকেল তেল, পাতি লেবুর রস-শীতকালে ত্বক ভালো রাখতে নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি জেল্লাদার হয়ে উঠবে।

সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোন উপাদানে আপনার অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি আবশ্যক। এছাড়াও ত্বকের কোনরকম সমস্যা এড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *