FLYING BIKE: বিশ্বের সর্বপ্রথম ‘উড়ন্ত বাইক’, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Spread the love

অফিসে ইম্পরট্যান্ট মিটিং রয়েছে, ঘুম থেকে উঠতেও আপনি দেরি করে ফেলেছেন, আপনাদের জন্য এলো বিশ্বের সর্বপ্রথম উড়ন্ত মোটরবাইক। আপনি এই মোটর বাইকটিতে চেপে সর্বোচ্চ ৪০ মিনিট শূন্যে উড়তে পারবেন। জাপানের একটি স্টার্ট আপ সংস্থা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল এই উড়ন্ত মোটরবাইকের। এই মোটর বাইকটি বায়ুপথে টানা ৪০ মিনিট পাড়ি দেবে।

ধরুন যদি এমনটা হয় রাস্তায় লম্বা যানজট আর সেই যানজটকে পিছনে ফেলে মোটরবাইকে চেপে আপনি শূন্যে উড়ে একেবারে নামলেন অফিসের সামনে। ঠিক যেমন হ্যারি পটার সিরিজের ছবি দৃশ্যের মতো ।অবাক হচ্ছেন ,এমনটাই বাস্তবেও সত্যি হতে চলেছে। স্ট্যান্টধর্মী সিনেমায় এ ধরনের ঘটনা দেখা যায়। এবার এটি বাস্তবের দুনিয়াতেও বাস্তবায়িত হতে চলেছে।

বেশ কিছু বছর আগে বহু সংস্থা ‘হোভার বাইক’ তৈরীর ব্যাপারে আগ্রহী হয়েছিল। কিছু অর্থনৈতিক সমস্যার কারণে ও পরিকাঠামোর জন্য এছাড়াও অন্যান্য কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। হোভার বাইকটির নাম ‘এক্সটুরিসমো।’ পৃথিবীর সর্বপ্রথম এই উড়ন্ত বাইকটি তৈরি করল জাপানের একটি অটোমোবাইল কোম্পানি। জাপানের একটি স্টার্টআপ সংস্থার হাত ধরে আনুষ্ঠানিক ভাবেই আত্মপ্রকাশ করল উড়ন্ত মোটরবাইকটি।

প্রাথমিক পর্যায়ে অল্প সংখ্যায় এই মোটর বাইকটি তৈরি করা হয়েছে পরে চাহিদা অনুযায়ী বেশি পরিমাণে তৈরীর পরিকল্পনা আছে। বিমা এবং কর মিলিয়ে ভারতীয় মূল্যে এই মোটর বাইকটির মূল্য ধার্য করা হয়েছে প্রায় সাত কোটি টাকা। বাইকটির ওজন ৩০০ কেজি। বাইকটির যাত্রী পরিবহন ক্ষমতা একজন। ২০২৫ সালের মধ্যেই এই বাইকটির বৈদ্যুতিক সংস্করণও চলে আসবে বাজারে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *