Yamaha MT 15: তরুণ প্রজন্মকে পাগল করতে আসছে Yamaha-র নতুন স্পোর্টস বাইক, কম দামে পাবেন অত্যাধুনিক ফিচারস

Spread the love

ইয়ামাহা সংস্থা গাড়ির দুনিয়ায় একটি জনপ্রিয় নাম। ভারতের গাড়ির বাজারেও এটির বেশ জনপ্রিয়তা রয়েছে। একাধিক সেগমেন্টে গাড়ি এনে এই সংস্থা চমকে দেয় সকলকে। এবার একটি নতুন সংস্করণ মডেল বাজারে এনেছে তারা। আর সেটি হল MT 15। এই নতুন বাইকে রয়েছে অত্যাধুনিক ফিচার্স ও দুর্দান্ত পারফরম্যান্স। এটি একটি স্পোর্টস বাইক।

তবে এবার জেনে নেওয়া যাক কি কি ফিচার্স রয়েছে এই বাইকে যা এটিকে আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের কাছে। ইয়ামাহা MT 15 বাইকে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক, এলইডি ডিআরএল, এলিভেটেড টেল সেকশন সহ সিঙ্গেল পড প্রজেক্টর, এলইডি হেডল্যাম্প। এছাড়া রয়েছে ১৫৫ সিসি ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, এসওএইচসি, লিকুইড কুল্ড, ৪ ভালভ, ফোর স্ট্রোক সহ একাধিক সুবিধা।

বাইকটি ১০,০০০ আরপিএম-এ ১৮.৪ পিএস শক্তি ও ৭,৫০০ আরপিএম-এ ১৪.১ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া এটির সঙ্গে ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে। বাইকটি চারটি রঙে পাওয়া যাচ্ছে। যার মধ্যে হল রেসিং ব্লু, মেটালিক ব্ল্যাক, স্টাইলিশ সায়ান স্টর্ম, আইস ফুড রেড। এটি যেহেতু একটি স্পোর্টস বাইক তাই স্পোর্টি লুক রয়েছে।

বাইকের সুবিধাগুলির মধ্যে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন কানেক্ট করে আপডেট দেখতে পারেন, পার্কিং লোকেশন, এসএমএস অ্যালার্ট, ভিভিএ ইনডিকেটর, গিয়ার শিফট, গিয়ার পজিশন, ফুয়েল চার্জ, ইমেইল দেখতে পাবেন গ্রাহক৷


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *