Yamaha: কিনতে লাগবে না, যতদিন ইচ্ছে নিজের কাছে রেখে চালাতে পারবেন এই স্কুটার! বাম্পার সুযোগ দিচ্ছে Yamaha

Spread the love

জনপ্রিয় মোটরবাইক সংস্থা ‘ইয়ামাহা’ দীর্ঘদিন ধরে ইলেকট্রিক স্কুটার ভাড়ায় চালানোর ব্যবসা চালুর বিষয়ে উৎসাহ দেখিয়েছিল। সেই পরিষেবাই এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাপানে। এক্ষেত্রে ইয়ামাহা তাদের E01 বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করবে। যার ফলে গ্রাহকেরা স্কুটার না কিনেই ভাড়ায় সেটি ব্যবহার করতে পারবেন।

ফিচার্সঃ

১. ৪.৯ কিলোওয়াট আওয়ার ফিক্সড লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ৮.১ কিলোওয়াট মোটর।

২. এই ই-স্কুটারটি সম্পূর্ণ চার্জে ১০৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে। প্রয়োজনে একটি পোর্টেবল চার্জারও প্রদান করা হবে।

৩. থাকবে টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক।

৪. ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে অ্যালয় হুইলের সাথে একটি সিঙ্গেল ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার দেখতে গেলে এতে রয়েছে এলসিডি কনসোল। যেখানে স্পিডোমিটার, ব্যাটারী গজ, ওডোমিটার, ক্লক, রাইডিং মোড, জিপিএস কানেকশন-সহ অন্যান্য তথ্য দেখা যাবে।

ভাড়া নেওয়ার শর্তঃ

যিনি এই স্কুটার ভাড়া নেবেন তার বয়স অবশ্যই ২০ বছর হতে হবে এবং সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদিও ভারতে এই সংস্থা এমন পরিষেবা চালু করবে কিনা তা এখনো জানা যায়নি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *