Raju Srivastav: প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা

Spread the love

প্রয়াত বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানলেন। ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের যিনি হাসিয়েছেন এতদিন ধরে, তিনি আজ না ফেরার দেশে। সেই হাসির জাদুকরের মৃত্যুতে তার অনুরাগীদের চোখে জল।

গত ১০ ই আগস্ট তিনি হঠাৎ জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন। হঠাৎই ট্রেডমিল থেকেই পড়ে যান রাজু। তক্ষনাৎ তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। প্রথম দিকে চিকিৎসায় সারা দিলেও পরে অবস্থার অবনতি ঘটতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে আর ধরে রাখা গেল না। ১৯৮০ সালে বলিউডে পা রাখেন রাজু।

বেশ কিছু ছবিতেও তিনি কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল যেমন ‘বাজিগর,’ ‘ম্যায়নে পয়্যার কিয়া’,’বোম্বে টু গোয়া’ ইত্যাদি ইত্যাদি। ২০০৫ সালের স্ট্যান্ড -আপ কমেডি শো ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ এ প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেখান থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে। এরপর থেকেই আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন রাজু।

তিনি রাজনীতিতেও যোগদান করেছিলেন। কানপুরে কৌতুক শিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি ।কিন্তু তাঁর সব থেকে বড় লক্ষ্য ছিল বলিউড। তিনি এই স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন। এমন একজন হাসির জাদুকরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড জুড়ে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *