Rat: ইঁদুরের তান্ডবে নাজেহাল? এই ছোট্ট একটি কাজেই ঝড়ের গতিতে বাড়ি ছেড়ে পালাবে ইঁদুর

Spread the love

এমন কোনো বাড়ি নেই যেখানে ইঁদুরের যন্ত্রণা নেই। মাটির ঘর থেকে শুরু করে পাকা বাড়ি এমনকি রাজপ্রাসাদের মতন অট্টালিকাতেও ইঁদুরের উপদ্রব লক্ষ্য করা যায়। জামাকাপড় থেকে শুরু করে খাদ্য সামগ্রী এমনকি দরকারি কাগজপত্র পর্যন্ত ইঁদুরের উপদ্রবের ফলে আস্ত থাকছে না।

ইঁদুরের তান্ডবে অতিষ্ঠ হয়ে অনেকেই ঘরে ইঁদুর মারার বিষ প্রয়োগ করেন। তবে ঘরে ছোট বাচ্চা থাকলে এতে ঘটতে পারে মহাবিপদ। তাই আজকের এই প্রতিবেদনে জেনে নিন বিষ ছাড়া ইঁদুরের উপদ্রব কমানোর সহজ কিছু ঘরোয়া প্রক্রিয়া।

বেকিং পাউডার: ইঁদুরের উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেকিং পাউডার খুবই কার্যকরী। রাতের বেলায় ঘরের কোনায় কোনায় বেকিং পাউডার ছড়িয়ে সকালে উঠে ঝাঁড় দিয়ে ফেলে দিলে দেখবেন, ইঁদুর আর আপনার ঘরে ঢুকতে সাহস পাচ্ছে না।

লঙ্কার গুঁড়ো: বাড়ি থেকে ইঁদুর দূর করতে লঙ্কার গুড়োর জুড়ি নেই। একটি নরম কাপড়ের মধ্যে কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ঘরের মধ্যে রেখে দিন। তাহলেই দেখতে পাবেন ইঁদুর ঘরে প্রবেশ করতে পারছে না।

লবঙ্গ: ইদুর তাড়াতে লবঙ্গের কার্যকারিতা অপরিসীম। ইঁদুরের আক্রমণ বেশি এমন জায়গায় একটি নরম কাপড়ের মধ্যে কয়েকটি লবঙ্গ থেঁতো করে রেখে দিন। কয়েক দিনের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে ইঁদুরের উপদ্রব কমে গেছে।

পেঁয়াজ: পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ ইঁদুর একদমই পছন্দ করে না। বাড়ির যেখানে ইঁদুরের আনাগোনা রয়েছে ,সেই স্থানে পেঁয়াজ রেখে দিন। পেঁয়াজ কেটে রাখলে ভালো হয়, তাহলে গন্ধটা ভালো ছড়াবে আর ইঁদুরও পালাবে।

Relationship Tips: শুধু যৌনতার চাহিদা মেটানো নাকি অন্য কিছু? কেন কমবয়সী প্রেমিকা চান বয়স্ক পুরুষেরা?

Unknown Fact: কেন ছেলেদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে মেয়েরা? প্রেমকে বাঁচিয়ে রাখতে এখনি জেনে নিন

Raveena Tandon: ৪৭ পেরিয়েও আকর্ষণীয় ফিগার, নিজের রূপচর্চা নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন

Stretch Mark: পেটে বিরক্তিকর স্ট্রেচ মার্ক? ঘরোয়া এই উপাদানে সহজেই দূর করুন সমস্যা


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *