Bachchan Family: বচ্চন পরিবারের সবাই সুপারস্টার, কিন্তু কার কতদূর বিদ্যার দৌর শুনলে হাঁ হয়ে যাবেন

Spread the love

বলিউডে জনপ্রিয় সেলিব্রেটি পরিবার গুলোর মধ্যে অমিতাভ বচ্চনের পরিবারের স্থান রয়েছে শীর্ষে। কাপুর পরিবারের মত বচ্চন পরিবারেও সকলেই সুপারস্টার। তবে কেউ কি জানেন, তারা কত দূর পড়াশোনা করেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি? আজ এই প্রতিবেদনে রইল এই বিষয়ের বিস্তারিত কিছু তথ্য।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): বলিউডের একজন সফল জনপ্রিয় অভিনেতা হিসাবে অমিতাভ বচ্চনের নাম সকলের ঊর্ধ্বে। তবে তিনি পড়াশোনাতেও খুব একটা খারাপ ছিলেন না। তিনি নৈনিতালের শেরউড কলেজ থেকে পড়াশোনা করে দিল্লী ইউনিভার্সিটির কিরোরিমল কলেজে বিএসসি জেনারেল কোর্স করেছিলেন।

Quilt: লাল কাপড় দিয়েই কেন লেপ বানানো হয়? এর পিছনের কারণ শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

Koel Mallick: ক্লাস সেভেনে গৃহশিক্ষকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান কোয়েল, এরপর যা ঘটেছিল মল্লিকবাড়িতে

Knowledge Fact: ডিম আগে না মুরগি আগে? প্রায় ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে নাজেহাল হয়েছেন, আসল রহস্য ফাঁস করলেন বিজ্ঞানীরা

Pirates: কেন জলদস্যুদের এক চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে? প্রায় ৯০% মানুষই উত্তর বলতে পারেন নি

জয়া বচ্চন (Jaya Bachchan): একসময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন জয়া বচ্চন। তিনি ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করে তারপর ত পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েশন পাস করেন।

অভিষেক বচ্চন (Abhishek Bachchan): বচনপুত্রও পড়াশোনাতে মন্দ ছিলেন না। প্রথমে তিনি মুম্বাইয়ের জামনাবাই নার্সারি স্কুল থেকে পড়াশোনা করে তারপর ভর্তি হন নিউ দিল্লি মডার্ন স্কুলে।এরপর তিনি সুইজারল্যান্ডের এগলান কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তারপর আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বোস্টন ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছিলেন। এরপর অভিনয় জগতে পা রাখার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।

ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan): রাই সুন্দরীকে চেনে গোটা বিশ্ব। বিশ্ব সুন্দরী হওয়ার পাশাপাশি তিনি বলিউডের একজন সফল জনপ্রিয় অভিনেত্রীও বটে। রাইসুন্দরী প্রথমে মুম্বাইয়ের আরিয়া বিদ্যামন্দির হাই স্কুলে পড়াশোনা করেন। তারপর জয় হিন্দ কলেজ ও ডিজি রুপারেল কলেজে ভর্তি হন।তারপর ভর্তি হয়েছিলেন রচনা সংসদ একাডেমী অফ আর্কিটেকচারে। কিন্তু এর পরেই তিনি মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন মডেলিংয়ের জন্য।

শ্বেতা বচ্চন নন্দা (Sweta Bachchan Nanda): বচ্চন কন্যা শ্বেতা তার বাবা ও ভাইয়ের মতন পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন নি । সুইজারল্যান্ডের একটি স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন। তারপর তিনি বোস্টোন ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছিলেন উচ্চশিক্ষা লাভের জন্য। সেখান থেকেই তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন।


Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *