Hair Oil: পাকাচুল বারবার রং করার দিন শেষ! ঘরেই তৈরি করুন এই তেল, ম্যাজিকের মত চুল কালো হবে

Spread the love

চুলের যত্ন নেওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে থাকেন। তবে দামী দামী প্রোডাক্ট ব্যবহার করলেও রাসায়নিক পদার্থ থাকার ফলে উপকারের থেকে আরও সমস্যা বেড়ে যায়। এই পরিস্থিতিতে কাজে আসে ঘরোয়া উপাদান। যেই তালিকায় সবথেকে প্রথমে নাম আসে হেনা এবং নারকেল তেলের। হেনার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই জানি।

আর নারকেল তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এসেনশিয়াল ফ্যাটি এসিড, স্যাচুরেটেড ফ্যাট, আন্টি-অক্সিডেন্ট ও লরিক অ্যাসিড রয়েছে। যা চুলকে ভালো রাখতে, খুশকির সমস্যা দূর করতে, চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। আজ আমরা নারকেল তেল ও হেনা পাতা দিয়ে তৈরি এমন একটি তেলের সন্ধান নিয়ে এসেছি যা চুলের জন্য ভীষণই উপকারী।

প্রথমে কিছু হেনা পাতা ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট থেকে ছোট ছোট বল তৈরি করে রাখুন। সেগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি প্যান নিয়ে তার মধ্যে ৫০০ গ্রাম নারকেল তেল ঢেলে দিন। তার মধ্যে বানিয়ে রাখা হেনার বলগুলো দিয়ে ভালো করে ফোটাতে থাকুন। দেখবেন ধীরে ধীরে এই তেলের রং বদলাচ্ছে।

গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি হেনার হেয়ার অয়েল। সপ্তাহে দু-তিন দিন এই তেল আপনি ব্যবহার করতে পারেন। তেল চুলে দিয়ে সারারাত রেখে দেওয়ার প্রয়োজন নেই। চুলের গোড়ায় ও স্ক্যাল্পে এই তেল মালিশ করে দু’ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। যদিও এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *