Gas Cylinder: সিলিন্ডারে গ্যাস কতটা বেঁচে আছে? চটজলদি বুঝে যাবেন এই সহজ উপায়ে

Spread the love

রান্না করছেন মনের সুখে হঠাৎই আপনার রান্নার গ্যাস শেষ হয়ে গেল। কিন্তু তখনও আপনার রান্না অনেকখানি বাকি। এই পরিস্থিতির সম্মুখীন কখনো না কখনো আমরা প্রায় সকলেই হয়েছি। সিলিন্ডারে কতখানি গ্যাস অবশিষ্ট রয়েছে তা বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়।

আবার অসম্ভব কিছুও নয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের খুব সহজ একটি পদ্ধতি জানাবো যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার গ্যাস সিলিন্ডারে কতখানি গ্যাস অবশিষ্ট রয়েছে। অনেকেই সিলিন্ডারে কতখানি গ্যাস রয়েছে তা জানার জন্য গ্যাসের বার্নার জ্বালিয়ে আগুনের রঙ দেখে বোঝার চেষ্টা করে।

অথবা কেউ কেউ আবার সিলিন্ডার ঝাঁকিয়ে বা তুলে গ্যাসের মাত্রা বোঝার চেষ্টা করে থাকে। অনেকেই আবার বার্নারে গ্যাসের শিখা কমে এলে সিলিন্ডার উল্টে দিয়ে অবশিষ্ট গ্যাস ব্যবহার করতে থাকেন। এতে কিন্তু সিলিন্ডারের ক্ষতি হয় এবং ঝুঁকির প্রবণতা বৃদ্ধি পায়। তাই এমন কাজ কখনো করবেন না।

সিলিন্ডার পরীক্ষা করার সঠিক পদ্ধতি: সিলিন্ডারে কতখানি গ্যাস অবশিষ্ট রয়েছে তা পরীক্ষা করার জন্য নির্দিষ্ট কিছু উপায় অনুসরণ করতে হবে। সবার প্রথমে একটি কাপড় জলে ডুবিয়ে ভিজিয়ে নিয়ে সেই ভেজা কাপড়টি সিলিন্ডারের উপর থেকে নিচ পর্যন্ত মুড়ে দিতে হবে। এরপর ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। দশ মিনিট পর দেখতে পারবেন সিলিন্ডারের যতটুকু অংশ খালি রয়েছে সেখানকার জল আগে শুকিয়ে যাবে।

Biriyani: অবিশ্বাস্য! মাত্র ১ টাকায় মিলবে ভরপেট বিরিয়ানি থেকে শুরু করে মাছ-ভাত, রইল দোকানের ঠিকানা

Top 5 250cc Bikes: সাধ্যের মধ্যে সাধ পূরণ, দেশের সবচেয়ে সস্তা 250cc-র এই ৫টি বাইক

Gangtok Tour: পর্যটকদের জন্য সুখবর, এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যান আরও সহজে!

IPhone 15 Ultra: এই প্রথম ডুয়েল সেলফি সহ ক্যামেরার সাথে লঞ্চ করতে চলেছে IPhone 15 Ultra, ফাঁস হল দাম ও ফিচারস

সিলিন্ডারের যে অংশটিতে গ্যাস রয়েছে সেখানের জল শুকোতে সময় লাগবে। এই ভাবেই সিলিন্ডারে কতখানি গ্যাস অবশিষ্ট রয়েছে তা জানা যায় খুব সহজেই। এর আসল কারণটি হল, সিলিন্ডারের খালি অংশ গরম থাকে এবং ভর্তি অংশ ঠান্ডা থাকে। তাই সিলিন্ডারের গরম অংশের জল খুব শীঘ্রই শুকিয়ে যায় আর যে অংশটি গ্যাস ভর্তি থাকে সেই অংশটি ঠান্ডা হওয়ার কারণে জল শুকোতে সময় লাগে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *