JIO Recharge: এবার সারাদিন দেখুন সিরিয়াল থেকে সিনেমা! এক রিচার্জেই পাবেন সম্পূর্ণ ফ্রিতে একাধিক OTT সাবস্ক্রিপশন

Spread the love

JIO Recharge: আবার জিও-র নতুন চমক! একবার রিচার্জ করলে একাধিক OTT সাবস্ক্রিপশন পাবেন একদম বিনামূল্যে! বর্তমানে ভারতের সমস্ত টেলিকম সংস্থার মধ্যে নিজেকে সব দিক থেকে এগিয়ে রেখেছে জিও। আবারও গ্রাহকদের সুবিধার জন্য জিও নিয়ে এলো সস্তার এক বার্ষিক প্ল্যান। সম্প্রতি OTT প্ল্যাটফর্ম এর প্রতি মানুষের আগ্রহের কথা মাথায় রেখেই জিও এই প্ল্যানে নিয়ে এসেছে একাধিক সুযোগ সুবিধা। এতে গ্রাহকরা আগের মতো Netflix তো পাবেনই, সঙ্গে বিনামূল্য পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন। এর জন্য গ্রাহককে খরচ করতে হবে বার্ষিক 3227 টাকা। যা বার্ষিক প্ল্যান হিসেবে অন্য টেলিকম সংস্থার থেকে অনেকটাই সস্তা। আর এই প্ল্যানেই Amazon prime এর সারা বছর এর সাবস্ক্রিপশন পাবেন সম্পুর্ন বিনামূল্যে।

এখানেই শেষ নয়, রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহক এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে প্রতি মাসে 2 GB করে ডেটা পাবেন টানা 365 দিন ধরে। অর্থাৎ মোট 730 জিবি করে ডেটা পাবেন প্রতিটি গ্রাহক।এই প্ল্যানে জিও অন্যান্য প্ল্যানগুলির সুবিধাও পাওয়া যাবে। এক্ষেত্রেও অন্য প্ল্যানে মতো আনলিমিটেড ভয়েস কল, প্রত্যহ একশোটি ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে JioCloud, JioTV ব্যাবহার করা যাবে সম্পূর্ন বিনামূল্যে। জিও সিনেমার জন্যও দিতে হবে না কোনও অতিরিক্ত টাকা।

তবে যে সব গ্রাহকরা Sony Liv, Zee5, বা Disney+Hotstar পছন্দ করেন তাদের জন্য জিও-র তরফ থেকে আনা হয়েছে তিনটি আলাদা প্ল্যান। সেগুলি হলো 3226, 3225 ও 3178 টাকার বার্ষিক প্ল্যান। কোনো গ্রাহক চাইলে জিও-র বার্ষিক প্ল্যানে এই ওটিটি প্ল্যাটফর্ম গুলি কেও বেছে নিতে পারেন। কারণ বর্তমানে বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে ওটিটি প্ল্যাটফর্মগুলির চাহিদা অনেকটাই বেড়ে গেছে। অ্যামাজন প্রাইম থেকে নেটফ্লিক্স, হটস্টর, জি ফাইভ, সব জায়গাতেই প্রায়শই রিলিজ হচ্ছে একাধিক নিত্যনতুন ওয়েব সিরিজ। যা নিয়ে সব সময় দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে।

গ্রাহকদের এই জনপ্রিয়তার জন্যই বিভিন্ন টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যান গুলির দ্বারা নানা রকম সুযোগ সুবিধা চালু করছেন। আর সেই দৌড়ে আপাতত কিছুটা হলেও এগিয়ে আছে জিও। কারণ তাদের সস্তা প্ল্যান গুলি স্বাভাবিক ভাবেই গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আর এবার জিও তাদের সেই জনপ্রিয়তাকে বাড়াতে আরো দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। যেখানে ফ্রিতে দেখা যাচ্ছে নেটফ্লিক্স।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *