Passion XTec: Honda-র বাজার খেতে রেডি হয়ে আসল দুর্দান্ত Passion XTec, দাম-ফিচারস কেমন হবে? জানুন

Spread the love

কিছুদিন আগে লঞ্চ হয়েছে হিরো মোটোকর্পের নতুন বাইক Passion XTec, যা বাজার খারাপ করবে Honda shine এর। অটোমোবাইল দুনিয়ায় এই দুই সংস্থার নাম সকলেরই পরিচিত। সময়ের সাথে সাথে যারা নিত্য নতুন যানবাহন নিয়ে আসে গ্রাহকদের জন্য। ফলস্বরূপ এই দুই সংস্থার মধ্যে প্রতিযোগিতাও লক্ষ্য করা যায়।

সেরকমই হিরো সংস্থার তরফ থেকে আনা হয়েছে Passion XTec। যার দুর্দান্ত সব ফিচার্স নজর কাড়বে সকলের।

ফিচার্স- এতে রয়েছে ১১০ সিসি বিএস-৬ কমপ্লায়েন্ট ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯ বিএইচপি শক্তি ও ৯.৭৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটি ড্রাম এবং ডিস্ক ব্রেক দুটি ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে।

সংস্থার দাবী বাইকটির মাইলেজ ৬৮ কিমি/লিটার হবে। এসব ছাড়াও থাকছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ব্লুটুথ কানেকশন ইত্যাদি।

দাম- বাইকটির ড্রাম ভ্যারিয়েন্টের দাম ৭৪,৫৯০ টাকা। ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৭৮,৯৯০ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *