Electric Scooter: ফুল চার্জে চলবে ১০৫ কিমি, লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন এই দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার! দাম খুবই কম

Spread the love

এ কথা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে বর্তমানে সারা দেশ জুড়ে বেড়ে চলেছে ইলেকট্রিক স্কুটার ও গাড়ির চাহিদা। এই পরিস্থিতিতে নতুন ইলেকট্রিক গাড়ি ও বাইক তৈরির দিকেই মনোযোগ দিয়েছে ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। কিন্তু এই ইলেকট্রিক স্কুটার কেনার সময় কেউ দেখেন সেটা রেঞ্জ কত দেয়, ব্যাটারি কেমন, কেউ বা ফিচার্স বা লুকে সন্তুষ্ট হয়ে যায়। তবে আজকে প্রতিবেদনে এমন একটি ইলেকট্রিক স্কুটার এর কথা বলব যা সব দিক থেকেই মন মাতাবে আপনার।

খুব সম্প্রতি ভারতের স্টার্টআপ কোম্পানির ইভোলেট ডার্বি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে গ্রাহকদের জন্য। চলুন দেখে নেওয়া যাক কি কি বিশেষত্ব থাকতে চলেছে এই ই-স্কুটারে।

1)ক্লাসিক ভেরিয়েন্টে চালু হওয়া এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে 1.8Kwh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক।

2)কোম্পানি দাবি করছে এটি একবার চার্জ দিলে 105 কিলোমিটার পর্যন্ত যাবে।

3)এই স্কুটারে ২৫০ ওয়াটের বিএলডিসি প্রযুক্তির সহযোগে একটি শক্তিশালী মোটর অফার করা হয়েছে।

4)জানা যাচ্ছে স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে তিন থেকে চার ঘন্টা। আর এর সর্বোচ্চ গতি ২৫ km/hr.

5)তবে সব থেকে বড় বিষয় এই স্কুটার চালানোর জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। বিনা লাইসেন্সে চালাতে পারবেন ইভোলেট ডার্বি।

6)অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে এর উভয় চাকাতে রয়েছে ব্রেক, এলইডি লাইট, জিপিএস, ডিজিটাল স্পিডোমিটার, স্কুটারের সাথে মোবাইল সংযোগ করার মত ফিচারস ইত্যাদি।

তবে অত্যাধুনিক বৈশিষ্ট্য সহযোগেও এর দাম রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। সাধারণত ইলেকট্রিক স্কুটারের দাম দেখে অনেকেই পিছিয়ে আসেন তবে এর দাম ১ লাখেরও কম রাখা হয়েছে। এই স্কুটারটির দাম রাখা হয়েছে ৭২ হাজার ৪৫০ টাকা। সাথে থাকবে ইএমআই অপশন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *