Toyota EV: মাত্র ১০ মিনিটের চার্জেই ছুটবে ১২০০ কিমি, বাজারে ঝড় তুলতে আসছে দুর্দান্ত Toyota EV

Spread the love

জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘টয়োটা’। তাদের চারচাকা মানেই সেখানে থাকে দুর্দান্ত ফিচার্স। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। জাপানের এই সংস্থা জানিয়েছে তারা এমন একটি ইলেকট্রিক ভেহিকেল আনতে চলেছে যা একবার চার্জ দিলে ১২০০ কিলোমিটার পর্যন্ত যাবে। এছাড়া মাত্র ১০ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে গাড়িটি।

এই গাড়ি বিষয়ে আলোচনা করা হলে জানা যায় এলন মাস্কের টেসলা সুপারচার্জারকেও টক্কর দিতে চলেছে এই ইভি। সুপারচার্জার সেখানে ১৫ মিনিটে ২০০ মাইল চার্জের অভিজ্ঞতা দেয়, সেখানে এটি মাত্র ১০ মিনিটে ৭৫০ মাইলের চার্জ ফ্যাসিলিটি দেবে। নতুন প্রযুক্তি রোড ম্যাপের অংশ হিসেবে এই ঘোষণা করেছে টয়োটা।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ২০২৬ সালের মধ্যে তারা পরবর্তী প্রজন্মের ইভিগুলিতে একটি উচ্চ পারফরমেন্স লিথিয়াম আইন ব্যাটারী দেবে। যেগুলি দ্রুত চার্জিং এবং ১০০০ কিমি রেঞ্জ দেবে। সংস্থার মতে, ‘গাড়িতে পরবর্তী প্রজন্মের ব্যাটারী ও সোনিক প্রযুক্তির মাধ্যমে, আমরা ১০০০ কিলোমিটারের ক্রুজিং ক্ষমতাসম্পন্ন ইভি তৈরি করবো।’

এখানেই শেষ নয় টয়োটা জানিয়েছে, আগামী ২০২৩ সালের মধ্যে তারা সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্থা হওয়ার পরিকল্পনা করেছে। এমনকি ২০২৫ সালের মধ্যে প্লাগ-ইন হাইব্রীড ও ইভি প্রযুক্তি সমন্বিত করার চেষ্টা করছে কোম্পানী। আসলে এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী বিক্রির অর্ধেক দখল করার লক্ষ্য নিয়েছে টয়োটা। 


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *