Digha: সময় লাগবে ৫ ঘন্টা! মাত্র ৪৫ টাকা খরচেই ঘুরে আসুন কলকাতা থেকে দীঘা

Spread the love

ভ্রমন প্রিয় বাঙালি একটু ছুটি পেলেই ব্যাগপত্তর গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। আর বাঙ্গালীদের কাছে পিঠে ঘোরার মতন একমাত্র স্থান হলো দিঘা। অল্প ছুটি পেলেই যাওয়ার জন্য বাঙালির সর্বপ্রথম দিঘার কথাই মাথায় আসে। শীতের ছুটিতে সমুদ্রের মনোরম পরিবেশে সমুদ্রের হওয়া গায়ে মাখতে কার না ভালো লাগে।

শীতকালে ঝাউবনের মৃদুমন্দ হিমেল বাতাসের মাঝখানে বনভোজনের মজাই আলাদা।কিন্তু এবার দীঘা ভ্রমণ আরো বেশি সহজসাধ্য এবং স্বল্পব্যয়ী হতে চলেছে। এর কারণ হলো ২৫শে ডিসেম্বরের অর্থাৎ বড়দিনের আগেই চালু হতে চলেছে দীঘাগামী স্পেশাল ট্রেন। ভারতীয় রেল পুনরায় দীঘা যাওয়ার লোকাল ট্রেন চালু করতে চলেছে।

সম্প্রতি চালু হতে চলেছে দীঘাগামী স্পেশাল লোকাল ট্রেন। এই দিঘাগামী বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে আগামী ২১ ডিসেম্বর থেকে। ফলে পর্যটক মহলে আনন্দের আবহাওয়া। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দীঘাগামী স্পেশাল লোকাল ট্রেনটি সোমবার বাদ দিয়ে সপ্তাহের ছয় দিন অর্থাৎ রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবার সন্ধ্যা ৬:২০ নাগাদ পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে।

ট্রেনটি দীঘা পৌঁছবে রাত ৮ঃ৫০ মিনিটে। দীঘা পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টা সময় নেবে এই লোকাল ট্রেনটি। দীঘা থেকে ফেরার ট্রেন মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন সকাল ৬টা ২০মিনিটে ছাড়বে এবং পাঁশকুড়া এসে পৌঁছাবে সকাল ৯টা ১০ মিনিটে।খড়গপুর বা মেদিনীপুরগামী যেকোন লোকাল ট্রেনে হাওড়া বা কলকাতা থেকে পাঁশকুড়া পর্যন্ত যাওয়ার ভাড়া মাত্র ১৫ টাকা।

এরপর লোকাল ট্রেনে পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার ভাড়া কেবলমাত্র ৩০ টাকা। এবার আপনি মাত্র ৪৫ টাকাতেই কলকাতা থেকে দীঘা পৌঁছে যেতে পারবেন। লোকাল ট্রেনে কলকাতা থেকে দীঘা পৌঁছাতে আপনার সময় লাগবে মোট ৫ ঘন্টা। এই দীঘাগামী বিশেষ লোকাল ট্রেনে করে আপনি খুবই অল্প সময়ের মধ্যেই দিঘা পৌঁছে যেতে পারবেন।

তবে দীঘার ব্যবসায়ীরা এই বছর দিঘাতে ব্যাপক ভিড়ের আশা করছেন। এইজন্য প্রশাসন দীঘার খাদ্য থেকে থাকার হোটেলগুলি, সবদিকেই কড়া নজরদারি চালাচ্ছে। দীঘায় ইতিমধ্যেই খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসন সামুদ্রিক মাছ ও কাঁকড়া স্টলে বিশেষ নজরদারি চালাচ্ছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *