Electricity Bill: ইলেকট্রিক বিলের নিয়মে বড়সড় পরিবর্তন! এবার গ্রাহকদের কাছে প্রতিমাসের বিল পাঠাবে বিদ্যুৎ দফতর

Spread the love

এবার তিন মাসের ইলেকট্রিক বিলের নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের নয়া ভাবনা মাসে মাসে Electricity Bill। পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এই পদক্ষেপ। জানুয়ারি মাস থেকেই কলকাতা পুর এলাকায় এই ব্যবস্থা চালু করা হবে।

d89

সিইএসসি বিদ্যুৎ সরবরাহ করে কলকাতায়। গ্রাহকদেরও প্রতিমাসে বিল মেটাতে হয়। সব জায়গাতেই রাজ্যে মাসিক বিল চালুর দাবি দীর্ঘদিন ধরে চলছে। গ্রাহকদের অনেকেরই বক্তব্য, তিন মাস অন্তর বিল আসার কারণে টাকা বেশি দিতে হয়। প্রতি ইউনিটের দামও নাকি বেশি পড়ে। অবশেষে এই ব্যবস্থা বদলের ইঙ্গিত দিল বিদ্যু্ৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তিন মাস অন্তর বিল আর নয়। লো -ভোল্টেজ এর কারণেও অনেকসময় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী এই সমস্যায় পুনরায় পড়তে না হওয়ার আশ্বাস দিয়েছেন গ্রাহকদের। ইতিমধ্যে রাজ্যে ৩২৫টি ব্লকে লো- ভোল্টেজের সমস্যা মেটানো হয়েছে। আরো কাজ চলছে ২৫টি ব্লকে।

jdtjdtjs

এছাড়াও রাজ্যে বিদ্যুৎ চুরি আটকাতে বিধায়কদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধায়কদের কাছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আবেদন জানান, সময় মত যারা বিদ্যুৎ বিল দিচ্ছে না, তাদেরকে সচেতন করতে হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার ২৩ হাজার কর্মীর বকেয়ার DA-র পাঁচ ভাগের একভাগ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজ্য এই মামলায় পূর্ণ বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *