PAN Card নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন সরকার, না মানলেই গুনতে হবে মোটা অঙ্কের টাকা! বিপদে পড়ার আগে এখনি জেনে নিন

Spread the love

ভারতে এখন সবার কাছেই প্যান কার্ড থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। খুব প্রয়োজনীয় নথিপত্র হিসেবে প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যান কার্ডের নিয়মে ২০১৯ সালে সরকার কিছু নতুন পরিবর্তন এনেছে। আজকের প্রতিবেদনে আপনাদের সেই নিয়ম সম্পর্কে অবগত করব। আজকে আপনাদের এই বিষয়ে চারটি নিয়ম সম্পর্কে জানাবো ।এই নিয়মগুলো মেনে না চললে আপনি বড় কোন সমস্যার সম্মুখীন হতে পারেন।

১• ইতিমধ্যেই সরকার জানিয়ে দিয়েছে, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করাতেই হবে। আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত করা অতি আবশ্যক। আপনি যদি এটি না করে থাকেন তবে আপনাকে ধারা 139AA(2) অনুসারে জরিমানা দিতে হতে পারে।

২• অনেকেই বিদেশি মুদ্রার ব্যবসা করে থাকেন। এসবের জন্য যারা প্যান কার্ডের ব্যবহার করেন না তাদের জন্য বিশেষ নিয়ম জারি করেছে সরকার। এখন ৫ লাখ টাকার বেশি লেনদেন হলেই প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে আয়কর আইনের ধারা 139A এর অনুসারে।

৩• প্যান কার্ড আগে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অতি আবশ্যক ছিল। কিন্তু এখন প্যান কার্ড না থাকলেও আধার কার্ডের মাধ্যমেও আয়কর জমা দেওয়া সম্ভব কেন্দ্রীয় বাজেটের প্রস্তাব অনুসারে।

৪• যদি আপনি কোন পেশার সঙ্গে যুক্ত থাকেন যথা -ডিজাইনিং বা অন্য কোন পেশা অথবা ঠিকাদারি পেশা। যদি আপনি এরকম কোন পেশার সঙ্গে যুক্ত থেকে থাকেন তবে আপনাকে বেতন দেওয়ার সময় টাকা কাটতে হবে TDS এর নিয়ম অনুযায়ী।

Sixth Ocean: ছয় নম্বর মহাসাগর কোথায় রয়েছে এবং কিভাবে পাওয়া গেল এর সন্ধান?

Online Part Time Jobs: এই শিক্ষা থাকলেই আপনি ঘরে বসে আয় করতে পারবেন সহজেই, কম সময়ে

Burima: এক সাধারণ বুড়িমা থেকে একজন জনপ্রিয় বুড়িমা, কি তাঁর রহস্য?

Morgan House: ভূত চতুর্দশী রাতে গা ছমছমে অভিজ্ঞতা উপভোগ করতে চান? তবে ঘুরে আসুন এই জায়গায়


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *