Rachna Banerjee: বয়স ৫০-র দোরগোড়ায় এসেও যেন অষ্টাদশী! অবশেষে নিজের যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন রচনা ব্যানার্জি

Spread the love

টলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)আজ বাংলার সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান। গত ১০ বছর ধরে তিনি এই রিয়েলিটি শো সঞ্চালনা করছেন। এর আগে তিনি বহু বছর ধরে টলিউড ,বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন। তিনি ইন্ডাস্ট্রিতে আসার কয়েক দশক পেরিয়ে গেলেও এখনো একইভাবে অটুট রয়েছে তার সৌন্দর্য। তাঁর বয়স ৫০ পেরিয়ে গেলেও নিখুঁত সুন্দরী রয়েছেন তিনি আজও।

এই বয়সেও তার চোখে মুখে বয়সে ছাপ লক্ষ্য করা যায় না। রচনার (Rachana)সব থেকে প্রশংসিত বিষয় হলো তার মেদহীন ফিগার। নিজের শরীরের প্রতি যত্ন নিতে কখনো অলসতা দেখান না অভিনেত্রী। রচনার (Rachana)সৌন্দর্য এবং মেদহীন ফিগারের গোপন রহস্য জানার জন্য কৌতূহলী তার অনুগামীরা। রচনা(Rachana) তার বিউটি সিক্রেট শেয়ার করে জানান, শরীর সুস্থ রাখার জন্য দিনে প্রচুর পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরী।

দিনে অন্ততপক্ষে দু’লিটার জল পান করে অভিনেত্রী। এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নিজেকে বাঁচাতে সানস্ক্রিন সবসময় সঙ্গে করে রাখেন তিনি। তার ক্যারিয়ারের শুরুর দিকে রোদের মধ্যে শ্যুটিং করার ফলে তার ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই তিনি ডাক্তারের পরামর্শ মত এখন সব সময় সানস্ক্রিন ব্যবহার করেন।

Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

Flipkart-এ নয়া নিয়ম, এবার থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস কিনতে গেলে দিতে হবে অতিরিক্ত চার্জ

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

এছাড়াও নিজেকে ফিট রাখার জন্য তিনি প্রতিদিনের ডায়েট থেকে জাঙ্ক ফুড বাদ দিয়ে দিয়েছেন।অভিনেত্রীর রোজকারের খাদ্য তালিকায় রয়েছে শাক সবজি ও প্রচুর ফল। এছাড়াও রচনা(Rachana) বরাবরই চুলের যত্নের ক্ষেত্রে নারকেল তেলের উপরই ভরসা রেখেছেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *