Hero Bike: এবার দেশের বাজার কাঁপাতে ৪৪০ সিসির ধামাকাদার বাইক লঞ্চ করতে চলেছে Hero, চাপে পরতে পারে TVS সহ Yamaha!

Spread the love

ভারতের বাজারে দু’টি জনপ্রিয় মোটর বাইক প্রস্তুতকারক সংস্থা হল হিরো মটোকর্প ও হার্লে ডেভিডসন। এবার এই দুই সংস্থা একসঙ্গে তৈরি করতে চলেছে নতুন কিছু বাইক যার মধ্যে X440 নিও রেট্রো রোডস্টার সহ আরও একাধিক বাইক রয়েছে যা আগামীতে লঞ্চ হতে চলেছে। পরবর্তী মডেলটি লঞ্চ হতে পারে চলতি বছরের শেষের দিকে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই বাইক সম্পর্কে আরও বিস্তারিত ও বিশদ বিবরণ রয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় সংস্থা এবার নতুন মডেলের সঙ্গে লঞ্চ করতে পারে Karizma XMR 210 এবং Xtreme 200 S 4V।

এই দশকের মাঝামাঝি সময়ে শো-রুমে আসতে পারে একটি ৪৪০ সিসি ইঞ্জিন যুক্ত একটি বাইক। যা সকলকে চমকে দেবে নিমেষেই। আর সেই মডেল নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা কম নেই। জানা গিয়েছে, হিরো আগামীতে তাদের সংস্থায় আনতে চলেছে ৪৪০ সিসিযুক্ত বাইক। অপরদিকে হার্লে ডেভিডসন সংস্থায় X440-উপর ভিত্তি করে তৈরি হবে ইয়ামাহা MT-0।

MT-01 একটি ক্রুজার বাইক। এটি একটি শক্তিশালী বাইক হতে চলেছে। এর মাধ্যমে হিরো তার গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে খুব সহজেই। বাইকটিতে চালকের আরাম ও যাত্রীর জন্য রয়েছে আরামদায়ক সিট এবং এর পাশাপাশি থাকবে একটি কমান্ডিং রাইডিং। এটি পাওয়ারট্রেন এবং চ্যাসিস HD X440 এর উপর ভিত্তি করে তৈরি হবে। এর ফলে সাব-ফ্রেমটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি হবে।

বাইকটির ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। এর পাশাপাশি এটির পারফরম্যান্স হবে দুর্দান্ত। মোটর বাইকটিতে থাকবে ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা এয়ার কুল্ড ইঞ্জিন হবে। ইঞ্জিনটি ৬,০০০ rpm-এ ২৭ bhp-এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট এবং ৪,০০০ rpm-এ ৩৮ এনএম পিক টর্ক উৎপাদন করতে সক্ষম। এটি একটি ৬ স্পিড ট্রান্সমিশনের সাথে যুক্ত করা হয়েছে। তবে এটির পারফরম্যান্স আরও আপডেট করা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে নতুন মডেলে এটির গিয়ারবক্সের পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন অনেকে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাইকটি ৪৪০ সিসি এক্সট্রিম ব্যানারে লঞ্চ করার কথা ভাবা হলেও পরে এটির নামের পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মনে করা হচ্ছে বাইকটির দাম হতে পারে ২ লক্ষ টাকা এক্স শোরুম মূল্য।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *