Honda: পুজোর আগেই আসছে Honda-র নয়া ম্যাজিক! ১৬০ সিসির দুর্ধর্ষ বাইক আনতে চলেছে সংস্থা

Spread the love

ভারতের বাজারে হন্ডার জনপ্রিয়তা শীর্ষে। দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভরসার স্থল এই কোম্পানি। এবার এই সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি মোটর সাইকেলের টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। যদিও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি কোনো কিছু। তবে মনে করা হচ্ছে আসন্ন মোটর সাইকেলে থাকবে ১৫০-১৮০ সিসি রেঞ্জের ইঞ্জিন।

জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে মোটর সাইকেলটি ভারতের বাজারে লঞ্চ করা হবে ২রা আগস্ট। হন্ডার তরফে একটি ১৫ সেকেন্ডের টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। তার মধ্যে দিয়ে মনে করা হচ্ছে নতুন মডেলটির নাম হতে পারে SP 160। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে রয়েছে টেইল ল্যাম্প, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর।

মনে করা হচ্ছে, মোটর সাইকেলটিতে রয়েছে ১৬২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ১২.৭ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক উৎপন্ন করে। তবে কি কি রয়েছে বাইকটিতে তা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে। গাড়িটির দাম হতে পারে ১.১০ লক্ষ টাকা থেকে ১.১৫ লক্ষ টাকা (এক্স শোরুম মূল্য)।

এটির ড্র ডিজাইনটি সংগ্রহ করা হয়েছে SP 125 মডেল থেকে ও এটির কাঠামোটি নেওয়া হয়েছে Unicorn 160 মডেল থেকে। বাইকটির অ্যাঙ্গুলার টেইল H প্যাটার্নের মত। এটির সিটটি সিঙ্গল পিস ইউনিটের মতন৷ তবে স্পষ্ট বিবরণ চলতি সপ্তাহের ২রা আগস্টের পরই পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে হন্ডাড নতুন বাইকটি।ম


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *