Honor V Purse: হ্যান্ডব্যাগ নাকি স্মার্টফোন ধরতে পারবেন না, অভিনব ডিজাইনে লঞ্চ করতে চলেছে Honor V Purse

Spread the love

Honor V Purse: খুব শীঘ্রই ‘পার্স স্মার্টফোন’ লঞ্চ করতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Honor’! নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন, ভাবছেন স্মার্টফোন আবার পার্স কী করে হলো? সেই বিষয়েই আজ আলোচনা করবো এই প্রতিবেদনে। কিছুদিন আগেই এই সংস্থা বিশ্ববাজারে তাদের নতুন স্মার্টফোন ‘Honor Magic V2’ লঞ্চের কথা ঘোষণা করেছে। আর এবার তারা তাদের আরও একটি ফোনের কথা ঘোষণা করলো। যেটি আবার পার্সের মতোন ব্যবহার করা যাবে, এই ফোনটির নাম ‘Honor V Purse’।

এই ফোনে অন্যরকমের ডিজাইন যোগ করা হয়েছে। যার স্ক্রিন ভাঁজ করা অবস্থাতে বাইরের দিকে থাকবে। আর সেখানে ডিসপ্লে সবসময় সক্রিয় থাকায় বিভিন্ন ডিজাইন এবং প্যাটার্ন দেওয়া যাবে। ফলে এই ফোনের ডিসপ্লের সাথে আপনি আপনার পোশাক বা অনুষ্ঠানের থিম ম্যাচ করতে পারবেন। আসলে স্মার্টফোনে বৈচিত্র‍্য আনতে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। অনেক সময় দেখা যায় মানুষ ফোন ব্যাগে রাখার থেকে হাতেই বেশি রাখেন।

সেই বিষয়টিকে মাথায় রেখেই এই রকমের ফোন আনার কথা ভাবা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই ফোনটি কিন্তু একেবারে নতুন ডিজাইন নয়। কারণ, এর সাথে অনেকটা মিল রয়েছে ‘Huawei Mate X’, ‘Mate XS’ এবং ‘Mate XS 2’এর। যা এই সংস্থারই অভিভাবক সংস্থা ছিল ২০২০ সাল পর্যন্ত। যারা এরকম ফোন সম্পর্কে অবগত নন তাদের জানিয়ে রাখা ভালো এই ফোনটি কিন্তু অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে খানিকটা আলাদা।

কারণ, ওই ফোনে ডিসপ্লে থাকে ভেতরের দিকে। কিন্তু এই ফোনের ডিসপ্লে রয়েছে বাইরের দিকে। সাথে একটি ‘ভেগান লেদার’ ফিনিশ দেওয়া হয়েছে। ফোনটিকে আপনি যখন হাতে রাখবেন তখন সেটিকে সম্পূর্ণ পার্সের মতোনই দেখতে লাগবে। মনে করা হচ্ছে এই বিষয়টি বেশ জনপ্রিয়তা লাভ করবে গ্রাহকমহলে। আপাতত এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *