Cooking Tips: পেঁয়াজ-রসুন কাটলেই হাতে দুর্গন্ধ হয়? এই ৫টি টোটকায় দূর করুন হাতের বিদঘুটে গন্ধ

Spread the love

আমাদের সবারই রান্নাঘরে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে গিয়ে হাতে এক বাজে দুর্গন্ধ ছাড়ে। কিছুতেই ভেবে উঠতে পারছেন না যে কিভাবে এই বাজে গন্ধ দূর করবেন। এই গন্ধ নাকে গেলে একদম গা গুলিয়ে ওঠে। সাবান দিয়ে বা কোন ক্রিম দিয়েও এই বিদঘুটে গন্ধ দূর করতে পারছেন না? আজকে এই প্রতিবেদনে আপনাদের ঘরে থাকা পাঁচটি জিনিস দিয়ে কিভাবে এই বিদঘুটে গন্ধ হাত থেকে দূর করবেন সেই টিপস দেব।

উষ্ণ গরম জল: আপনি যদি পেঁয়াজ রসুনের বাজে গন্ধ দূর করতে চান তাহলে সামান্য পরিমাণে উষ্ণ গরম জলে হাত চুবিয়ে রাখুন বেশ কিছুক্ষণের জন্য। জল যেন খুব বেশি গরম না হয়। এতেই আপনার বিদঘুটে গন্ধ চলে যাবে।

হ্যান্ড ওয়াশ: হ্যান্ড ওয়াশ দিয়ে কেবলমাত্র হাত ধুলেই চলবে না এটিকে ভালো করে দিতে হবে তাহলে একেবারেই গন্ধ চলে যাবে।

পাতিলেবুর রস: হাতে বিদঘুটে গন্ধ দূর করার জন্য পাতি লেবুর রস দিলে হাতে দুর্গন্ধ অনেকটা চলে যায়। সামান্য পরিমাণ নুন এর মধ্যে যোগ করতে পারেন তাহলে চটজলদি দারুন উপকার পাবেন।

Electricity Bill: ইলেকট্রিক বিলের নিয়মে বড়সড় পরিবর্তন! এবার গ্রাহকদের কাছে প্রতিমাসের বিল পাঠাবে বিদ্যুৎ দফতর।

সাদা টুথপেস্ট: হাতে পেঁয়াজ রসুনের বাজে গন্ধ দূর করার জন্য হাতের সব জায়গায় টুথপেস্ট ভালো করে লাগিয়ে নিন তারপর ধুয়ে ফেলুন দেখবেন কিছুক্ষণ পর গন্ধ।

স্টেইনলেস স্টিলের বাসন: হাতের পেঁয়াজ রসুনের বিদঘুটে গন্ধ দূর করতে আপনি যদি স্টেইনলেস স্টিলের বাসনে খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে হাত ঘষতে পারেন তাহলে হাতের থেকে সেই বাজে গন্ধ একেবারেই গায়েব হয়ে যাবে।


Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *