Google-কে ১৩৩৮ কোটি টাকা জরিমানা করলো ভারত! পাল্টা সতর্ক বার্তাও দিল সংস্থা

Spread the love

ব্যবসায়িক ক্ষমতার অপব্যবহারের কার্যকলাপের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে (Google) মোটা অঙ্কের জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। গত বৃহস্পতিবার কেন্দ্রের অধীনে থাকা সিসিআই অর্থাৎ জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে নিজেদের ক্ষমতার অপব্যবহারের কারণে এই মার্কিন কোম্পানিটিকে ১,৩৩৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গুগলকে সব রকমের অর্থনৈতিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কেন গুগলকে হঠাৎ এত বিশাল অঙ্কের জরিমানা করা হলো, চলুন এই সম্বন্ধে বিশদে নিয়ে জেনে নেয়া যাক। সূত্রের খবর থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এখন প্রায় সব ফোনেই থাকে বিভিন্ন প্রোগ্রাম চালানোর জন্য। এই সিস্টেমটি গুগলের মালিকানায় রয়েছে ২০০৫ সাল থেকেই। এই কারণে স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলি তাদের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিতে চাইলে প্রায় একপ্রকার বাধ্য হয়েই গুগলের বিভিন্ন অ্যাপ ও সার্ভিস ব্যবহার করতে হয়।

সব সমস্যার শুরু এখান থেকেই। সিসিআই এর পক্ষ থেকে জানা যায়, অর্থনৈতিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে হাতিয়ার বানিয়ে এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য প্রতিযোগীদের বাজারে প্রবেশ করতে দিচ্ছে না google। ফলস্বরূপ অন্যান্যদের তুলনায় বেশি লাভবান হচ্ছে গুগল।

নিজেদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে জোর করে অ্যান্ড্রয়েড ফোনের দুনিয়ায় আধিপত্য বিস্তার করতে চাইছে। এর ফলে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন হয়েছে। এই কারণেই গুগলকে প্রায় ১,৩৩৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গুগল কেবলমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে পরিচালনাই করেনা, সবকিছু দেখাশোনার দায়িত্ব তার। যেসব অ্যাপ এর মালিকানা তাদের কাছে রয়েছে সেগুলির লাইসেন্সেও তারাই দিয়ে থাকে।

এছাড়াও গুগলের তৈরি বাধ্যবাধকতা সংক্রান্ত একাধিক চুক্তিতে সই করতে হয় তাদের। এরমধ্যে একটি হল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। এই কারণে অ্যান্ড্রয়েড ফোনগুলিতে গুগলে সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার ইত্যাদি ইনস্টল করে দেওয়া হয়। এই কারণেই অন্যান্য কোম্পানিগুলি তুলনায় google অনেক এগিয়ে যায়।

যার জন্য সিসিআই গুগলের এই কাজকে সম্পূর্ণ অনৈতিক বলে জানিয়েছেন। এই মার্কিন টেক কোম্পানি স্মার্টফোনের বাজার ৯৮ শতাংশ নিজেদের আয়ত্তে এনেছে। তাদের এই অনৈতিক কার্যকলাপের জন্য অন্যান্য কোম্পানিগুলি লসের মুখে পড়ে যাচ্ছে। তবে এই বিষয়ে google জানিয়েছে, কেন্দ্রের এই পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতীয়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সঙ্গে ভারতীয় বাজারে স্মার্টফোনের মূল্য বৃদ্ধি ঘটতে পারে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *