Indian Railways: ভারতের সবচেয়ে ছোট নামের রেলস্টেশন কোথায় আছে জানেন?

Spread the love

ভারতের যাতায়াত ব্যবস্থা প্রধান হলো রেল। প্রতিদিনের যাতায়াতের জন্য আমরা সবাই রেলের ব্যবহার করে থাকি। নিত্যদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করেই যাতায়াত করে। স্বল্প খরচের মধ্যেই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় রেলের মাধ্যমে। এক কথায় লাইফলাইন বলা চলে রেলকে। সরকার যাত্রীদের সুবিধার্থে রেলের অনেক উন্নতি ঘটিয়েছে।

আরামে এবং সস্তায় যাতায়াত করার জন্য রেলের জুড়ি মেলা ভার। আমাদের দেশে নিত্যদিন নিয়মিত লক্ষ লক্ষ মানুষ রেলে যাতায়াত করে থাকেন। রেললাইনের সূচনা সেই ভারতে ব্রিটিশ শাসনের সময় থেকেই হয়ে আসছে। অত্যাধুনিক রেলওয়ের সূচনা শুরু হয় ভারতের স্বাধীনতার পর থেকে। কোন না কোন ইতিহাস জড়িয়ে রয়েছে প্রতিটি রেল স্টেশনের সাথেই।

এমন বিশেষ কিছু রেলস্টেশন আছে যাদের নামের মধ্যে কিছু একটা বিশেষত্ব রয়েছে। কিছু কিছু স্টেশনের নাম খুবই মজার। এমন একটি মজার ছোট স্টেশনের নাম আজ আপনাদের জানাবো প্রতিবেদনের মাধ্যমে। আমরা অনেকেই জানিনা দেশের সবচেয়ে ছোট স্টেশনের নাম বা সেটি কোথায় অবস্থিত। আমাদের দেশের সবথেকে ছোট স্টেশনটি অবস্থিত উড়িষ্যাতে।

ওড়িশাতেই একটি ছোট স্টেশনের নাম হচ্ছে ইব। ভারতের সবথেকে ছোট নাম বিশিষ্ট স্টেশন হলো এটি। শুরু হওয়ার সাথে সাথেই স্টেশনের নামটি শেষ হয়ে যায়। এই ‘ইব’ নামটি এসেছে মহানদীর একটি উপনদী থেকে। এই কারণেই স্টেশনটির নাম এত ক্ষুদ্র। গুজরাটে অবস্থিত আরো একটি স্টেশন আছে যার নাম ইবের মতোই ছোট, দুই অক্ষরের। গুজরাটে সেই স্টেশনটির নাম হলো ‘OD।’


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *