Interview Question: বেশিরভাগ মানুষই ভুল উত্তর দিয়েছেন! বলুন তো মেয়েদের শরীরের কোন অংশ দিনে ছোট কিন্তু রাতে বড় হয়ে যায়?

Spread the love

Interview Question- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? চাকরির মাধ্যমে কেরিয়ার গড়তে গেলে ছেলে-মেয়েদের একটি বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তা হল চাকরির পরীক্ষা। এই পরীক্ষা লিখিত এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হয়। তবে কোনো কোনো চাকরির পরীক্ষাতে লিখিত পরীক্ষা না থাকলেও ইন্টারভিউ পার্ট থাকে।

চাকরির পরীক্ষার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পার্ট হলো এই ইন্টারভিউ পার্ট। যেখানে পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তার যাচাই করা হয়। সাধারণ জ্ঞান, ইতিহাস থেকে প্রশ্ন করা হয়। তবে এই প্রশ্নের পাশাপাশি প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য মাঝে মাঝে বিভ্রান্তিকর প্রশ্ন করা হয়। যা একটু ভেবেচিন্তে উত্তর দিতে হয়।

আজকের প্রতিবেদনে সেরকমই বেশ কিছু প্রশ্ন সহ উত্তর আলোচনা করা হয়েছে। তাই চলুন সেইসব প্রশ্ন সহ উত্তরগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন- বাংলার প্রথম মুদ্রণ খানা কোথায় অবস্থিত ছিল?
উত্তর- হুগলি।
২) প্রশ্ন- রামায়ণ কয়টি খন্ডে বিভক্ত হয়েছে?
উত্তর- সাতটি।
৩) প্রশ্ন- কে ‘হাওয়া মহল’ তৈরি করেন?
উত্তর- মহারাজা প্রতাপ সিং।
৪) প্রশ্ন- বর্তমানে আমাদের রাজ্যে শীতলতম গ্রহ কোনটি?
উত্তর- নেপচুন।
৫) প্রশ্ন- ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চন্দন গাছ রয়েছে?
উত্তর- কর্ণাটক।
৬) প্রশ্ন- রাজস্থানের প্রধান নদীর নাম কি?
উত্তর- লুনি।
৭) প্রশ্ন- প্রাচীন কালে বাংলার নাম কি ছিল?
উত্তর- গৌড়।
৮) প্রশ্ন- মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত হয়?
উত্তর- লিভার।
৯) প্রশ্ন- কোন গ্রন্থ থেকে ‘সত্যমেব জয়তে’ কথাটি নেওয়া হয়েছে?
উত্তর- মুণ্ডক উপনিষদ।
১০) প্রশ্ন- ভারতবর্ষের কটি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
উত্তর – পাঁচটি।
১১) প্রশ্ন- মেয়েদের কোন অংশটি দিনে ছোট থাকে, রাতে বড় হয়ে যায়?
উত্তর- চোখের কর্নিয়া। তবে এটি ছেলেমেয়ে সকলেরই হয়। (বিভ্রান্তিকর প্রশ্ন)।
১২) প্রশ্ন- মহাকাশে কৃত্রিম উপগ্রহ কোথায় রাখা হয়?
উত্তর- প্ল্যাটফর্মে।
১৩) প্রশ্ন- ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- মাস্টারদা সূর্য সেন।
১৪) প্রশ্ন- ভারতের একটি মিষ্টি জলের হ্রদেল নাম কি?
উত্তর- উলার হ্রদ।
১৫) প্রশ্ন- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর- লর্ড ক্যানিং।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *