Vastu: বাথরুমে খালি বালতি রাখা শুভ না অশুভ?

Spread the love

আমরা নিজেদের অজান্তেই আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল অভ্যাস তৈরি করে ফেলি যা বাস্তু মতে ভুল। কারণ অজান্তে করা অনেক ভুল অভ্যাস থেকে আপনাদের সংসারের নেমে আসতে পারে ঘোর অশান্তি। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কালেও অনেকেই বাস্তুশাস্ত্র অনুসারে নিজেদের ঘর সাজান।

আবার কেউ কেউ নিজেদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত বাস্তুশাস্ত্র অনুযায়ী গ্রহণ করেন। বাস্তুশস্ত্র মতে, সুখী সংসারের জন্য বিশেষ করে বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া অতি অবশ্যক। তা না হলে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি ছড়িয়ে যেতে পারে। এমনকি আপনি বড় কোনো আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন।

১.আপনার বাথরুমের দরজা কখনোই খোলা রাখবেন না। খেয়াল রাখবেন বাথরুমের দরজা যেন সর্বদাই বন্ধ থাকে। এতে আপনার সংসারে সুখ -সমৃদ্ধি বজায় থাকবে।

২.বাথরুম সাজাতে এবং স্বাস্থ্যকর রাখতে ইনডোর প্লান্ট রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর ফলে বাথরুমে পজিটিভ শক্তি বজায় থাকে। এক্ষেত্রে আপনি একটি কাঁচের শিশিতে মানি প্লান্ট রাখতে পারেন।

৩.কমোড ব্যবহার পর করার পর কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ করুন। এর ফলে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।

৪. কখনো আপনার বাথরুমে মনের ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তু মতে, বাথরুমে খালি বালতি রাখলে সেটি আপনার জীবনে বড় আর্থিক সংকট নিয়ে আসতে পারে।

৫.বাস্তুশাস্ত্র অনুসারে, কখনোই আপনার বাথরুমে ভেতরে ঝাঁটা রাখবেন না।এর ফলে অশুভ শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সর্বদাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র বাথরুমের বাইরে রাখুন। এই প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের উপর নির্ভর করে লেখা হয়েছে। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে। তবে এই বিষয়ে আরো বিশদে জানতে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *