Mukesh Ambani: দীপাবলির আগেই বাম্পার অফার নিয়ে এলো JIO! মাত্র ১৫ হাজার টাকায় মিলবে দুর্দান্ত ফিচারস সহ ল্যাপটপ

Spread the love

সারা বিশ্বজুড়ে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর যে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম শোনেনি। সারা বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম রয়েছে। প্রথম যখন তিনি টেলিকম জগতে প্রবেশ করেন তখন দেশের বড় বড় সংস্থাগুলির ভীতও নড়ে গিয়েছিল।

বর্তমানে টেলিকম জগতে শুধুমাত্র তারই আধিপত্য বিস্তৃত রয়েছে। এবার মুকেশ আম্বানি নামিদামি ল্যাপটপ ব্র্যান্ডগুলির রাতের ঘুম উড়িয়ে দিতে চলেছেন। খুবই তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে রিলায়েন্স জিওর ল্যাপটপ। সূত্রের খবর অনুযায়ী ,এই ল্যাপটপটির দাম হবে ১৫ হাজার টাকা।

এত স্বল্প মূল্যের মধ্যে ল্যাপটপ বাজারে লঞ্চ করলে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলি দারুন ক্ষতির মুখে পড়তে পারে। যে ল্যাপটপটি মুকেশ আম্বানি (Mukesh Ambani) বাজারে আনার পরিকল্পনা করছেন তার নাম হলো jio book। এখন থেকে গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা নির্দ্বিধায় এই ল্যাপটপটি ক্রয় করতে পারবেন। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে jio phone এর সফলতা আসার পরেই।

এই ল্যাপটপটি বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি যেমন HP,DEEL,Lenovo এর মত কোম্পানির সাথে প্রতিযোগিতা করবে।

Jio book এর বিশেষত্ব:

সূত্রের খবর অনুযায়ী,এই ল্যাপটপে 4G সিমের সুবিধা উপলব্ধ থাকবে। এরফলে গ্রাহকেরা মোবাইল এর মতোই ল্যাপটপেও সিমকার্ড সংযোগ করতে পারবেন। এছাড়াও এই ল্যাপটপে অন্য ল্যাপটপ গুলোর মতই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য উপলব্ধ থাকবে।

গ্রাহক নিজের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন। এই ল্যাপটপটি ভারতেই তৈরি করা হবে। এইজন্য ফ্লেক্স নামে একটি উৎপাদনকারী সংস্থার সাথে রিলায়েন্স জিও হাত মিলিয়েছেন।

কোম্পানি ২০২৩ এর মধ্যেই সারা ভারতবর্ষে ১.৪৮ কোটি ল্যাপটপ বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। ভারতের সরকারি স্কুল এবং প্রতিষ্ঠান গুলোতে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই jio book বিতরণ করা হবে। সূত্রের খবর অনুযায়ী,এই ল্যাপটপটি আর তিন মাস পরেই লঞ্চ করা হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *