Google এ দুকোটির চাকরি অনিশ্চয়তার মুখে অরিত্র সেন!

Spread the love

বেশ কয়েকমাস আগেই খড়্গপুরের ক্যাম্পাসিংয়ে আই আই টি ছাত্র অরিত্র সেন গুগলে ১কোটি ৭২ লক্ষ টাকার চাকরি পেয়েছেন। মাসকিছুর মধ্যেই তার সেই কাজে জয়েন করারও কথা ছিল। মুহূর্তের ভুলের কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল যার জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেল। এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে ১৪ই সেপ্টেম্বর দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে।

dryrdu

খড়গপুর আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল বর্ষের ছাত্র অরিত্র সেন চলন্ত হাওড়া-ঘাটশিলা ট্রেন থেকে নামতে গিয়ে খড়গপুর স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে গোড়ালিতে প্রচন্ড পরিমাণে ধাক্কা খান ছাত্রটি। পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে প্লাটফর্মে।

fhfghff

দুর্ঘটনায় নজরে আসতে সেখানে ছুটে আসে খড়গপুর রেল স্টেশনের জিআরপি আধিকারিকেরা। তারপরেই তাকে খুব শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই আইআইটি কর্তৃপক্ষ আইআইটি বি.সি রায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে ছাত্রের। অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর তার গোড়ালি থেকে পায়ের নিচের অংশটি বাদ যেতে পারে।

ছাত্রটির সামনেই ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কলকাতার সল্টলেকে অধিবাসী ছিলেন ছাত্রটি। লেখাপড়ায় খুবই মেধাবী ছিল ছাত্রটি। মুহূর্তের অসতর্কতার কারণের জন্য তাকে শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে। তার গোড়ালিতে মারাত্মক চোট পাওয়ার কারণে গোড়ালির নিচের অংশ বাদও যেতে পারে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *