Ration: মাত্র ১০০ টাকায় সারা মাসের মুদি বাজার, জেনে নিন কেন্দ্র সরকারের এই নয়া আপডেট

Spread the love

করোনা আবহে রেশনকার্ড ভোগীদের বিশেষ সুবিধা সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছিল। এবার আবার সরকার রেশন কার্ড ভোগীদের জন্য বিশেষ কিছু সুবিধা নিয়ে এসেছে। কিছুদিন আগেই রেশন প্রকল্প বিনামূল্যে কেন্দ্রীয় সরকার ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই খবরটি ছড়িয়ে পড়তেই রেশন কার্ড ভোগীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। কেবলমাত্র এইটুকুই নয়, এখন থেকে শুধুমাত্র ১০০ টাকা খরচ করেই পেয়ে যাবেন অতি সহজেই সারা মাসের মুদি সামগ্রী।

এখানে জানিয়ে রাখা ভালো, এই বিশেষ সুবিধা কিন্তু গোটা দেশ জুড়ে নয়। মহারাষ্ট্র সরকার দীপাবলি উপলক্ষে এই বিশেষ অফার প্রদান করেছে। এই বিশেষ অফারটি গ্রহণ করতে যোগ্য কেবলমাত্র অন্তদয় কার্ডধারকরা।

বাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকার কেবলমাত্র সাধারণ গরিব মানুষদের জন্য এই সুযোগ প্রদান করছে। আপনাকে প্রতি কেজি চিনির জন্য কেবলমাত্র ২০ টাকা করে দিতে হবে।

হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। এতটাই স্বল্পমূল্যে আপনি জিনিস কিনতে পারবেন। এখানেই শেষ নয়। এছাড়াও আপনি এক কেজি সুজি, ভোজ্য তেল, চিনা বাদাম ও হলুদ মসুর ডাল পাবেন মাত্র ১০০ টাকায়। এর মানে আপনি মাত্র ১০০ টাকায় এইসব জিনিসগুলি এক কেজি করে কিনতে পারবেন।

Volcano: পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসছে আগুনের তরল গোলা! জীবন্ত আগ্নেয়গিরির এই ভয়ঙ্কর অসাধারণ ভিডিও মিস করবেন না

Underwater Tunnel: দীঘায় এবার ‘সমুদ্রের নিচে’ তৈরি হতে চলেছে সুড়ঙ্গ, পর্যটক টানতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

Unknown Fact: নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়? কারন শুনলে চমকে যাবেন

Kapoor’s family : বলিউডের সুপারস্টার হলেও চরম অশিক্ষিত পরিবার! কাপুর পরিবারের বিদ্যার দৌড় শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

যদিও পশ্চিমবঙ্গে এ ধরনের কোনো সুবিধা এখনো পর্যন্ত প্রদান করা হয়নি। প্রত্যেকে এমনিতেই ডিসেম্বর পর্যন্ত রেশন পাবে। তারপরেই মহারাষ্ট্র সরকারের এই ঘোষণা। এত সুযোগ সুবিধা পেয়ে সাধারণ মানুষদের আনন্দের সীমা থাকছে না।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *