প্রতিমাসে বেতন প্রায় ২৭ হাজার টাকা! ভারতীয় রেলে চাকরি পেতে এইভাবে করুন আবেদন

Spread the love

করোনার জন্য অর্থনীতির দিক থেকে আমাদের দেশ অনেকখানি পিছিয়ে পড়েছে। কিন্তু সেই মহামারী কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে দেশ। আসছে নতুন নতুন কাজের সুযোগও। সম্প্রতি ভারতীয় রেল ঘোষণা করলেন ,যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্নাতক পাস করেছেন অথবা সরকারি চাকরি খুঁজছেন তারা ভারতীয় রেলের এই পদের জন্য আবেদন করতে পারবেন।

GNFNHFM

রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, রেলের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। নানান বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। আগামী ৪ অক্টোবর ইন্টারভিউ। সময় সকাল ১০ টা থেকে বিকাল ৫টা। সূত্রের খবর, আপাতত চুক্তিভিত্তিক এই চাকরি। তাই এই মুহূর্তে যারা চাকরি খুঁজে বেড়াচ্ছেন তারা এই ইন্টারভিউ দিতে পারেন। ইন্টারভিউটির জন্য আপনার সাথে রাখতে হবে ,জন্ম শংসাপত্র ,জাতি শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

আপনি যদি ইন্টারভিউ এর জন্য আগ্রহী হন তাহলে সেই রকম প্রস্তুতি নিয়ে আসবেন। রেলমন্ত্রক জানিয়েছেন, চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য অন্তত দুদিন ভুসাওয়ালে থাকতে হবে। শূন্যপদ মোট ৫। ৫টি বিষয়ে প্রার্থী নিয়োগ করা হবে, যথা অংক, রসায়ন, ইংরেজি, হিন্দি। শূন্যপদের সংখ্যা স্নাতক প্রার্থীদের জন্য মোট ৮। বিজ্ঞান ও কলা বিভাগের জন্য নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যার প্রাথমিকদের জন্য ৯। হাতের কাজ ,ইংরেজি, অংক, মারাঠি ,গান ও শরীর চর্চা এ বিষয়গুলোতে নিয়োগ হবে। এছাড়া রেলের তরফ থেকে জানানো হয়েছে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬৫ হতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশাপাশি বিএড ডিগ্রী থাকতে হবে। স্নাতকোওর প্রার্থীদের জন্য বেতন হবে ২৭,৫০০ টাকা ও স্নাতক প্রার্থীদের জন্য বেতন ২৬,২৫০ টাকা হবে। ২১,২৫০ টাকা বেতন হবে প্রাথমিকের ক্ষেত্রে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *