FIFA WORLD CUP 2022: টিভি ও ফোনে কিভাবে দেখবেন ফিফা বিশ্বকাপ লাইভ? রইল সময়সূচি

Spread the love

চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেক ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটতে চলেছে। ফিফা বিশ্বকাপ 2022 কাতারে 20 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের ফুটবল প্রেমীরা আসন্ন ফুটবল ইভেন্টটি টিভিতে এবং অনলাইনে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। কাতার জুড়ে আটটি স্টেডিয়ামকে 64টি ফিফা বিশ্বকাপ 2022 ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। ম্যাচটি ভারতীয় সময় রাত 9:30 টায় শুরু হবে।

আরও মজার বিষয় হল, যে কাতারে ম্যাচগুলি আয়োজিত হওয়ার কারণে, এদেশের ফুটবল ভক্তদের সারা রাত জেগে থাকতে হবে না বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না। সমস্ত খেলা আমাদের ভারতীয়দের জন্য ভারতীয় সময়ের নিরিখে দুপুরে এবং সন্ধ্যার সময় লাইভ সম্প্রচারিত হবে।

কাতারের সাথে ভারতের ঘনিষ্ঠতার কারণে, 2022 বিশ্বকাপের ম্যাচগুলি লাইভ দেখতে ইচ্ছুক ভক্তদের জন্য ভারতীয় সময়ে খেলা হবে। কাতার GMT+3 টাইমজোনে রয়েছে, যা IST থেকে আড়াই ঘণ্টা পিছিয়ে। দুপুর ১টার মধ্যে বিশ্বকাপের খেলা শুরু হবে। ভারতে ম্যাচ দেখা যাবে বিকেল 3:30 টার মধ্যে।

ফিফা বিশ্বকাপ 2022 এর সমস্ত ম্যাচ ভারতের Sports18 এবং Sports18 HD, Sports 18 khel, MTV HD টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ব্যবহারকারীদের তাদের নিজ নিজ ডিটিএইচ প্রদানকারীর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। FIFA World Cup 2022 লাইভ স্ট্রিমিং Jio Cinema অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যে পাওয়া যাবে। Jio Cinema মোট পাঁচটি ভাষায় ম্যাচ অফার করবে-ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং বাংলা।

কাতারে মুখোমুখি হতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা প্লেয়াররা দীর্ঘ চার বছর পর। প্রতিবারের মতো এবারও এই টুর্নামেন্ট একমাস ধরে চলমান থাকবে। ফাইনালে ওঠা সেরা দুটি ফুটবল টিম কাতারের গ্র্যান্ড স্টেডিয়ামে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, ২০ মিলিয়ন ডলার মূল্যের সোনালী ট্রফিটি জেতার জন্য।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *