Hair Care: বন্ধুরা মজা করে চুলে চুইংগাম আটকেছে? সমস্যার সমাধান পেতে করুন এই কাজগুলি

Spread the love

বন্ধুদের মধ্যে প্রায় সময়ই নানান রকম আড্ডা, ইয়ার্কি চলতেই থাকে, অনেক সময় মজার ছলে বন্ধুরা চুলে চুইংগাম আটকে দেয়। এই মজা একটা সময় সাজা হয়ে দাঁড়ায়। চুলে একবার চুইংগাম আটকে গেলে সেই চুইংগাম দূর করা বেশ কঠিন কাজ। তাই আজকের প্রতিবেদন রইলো চুল থেকে চুইংগাম দূর করার বিশেষ কিছু টিপস।

বরফ: চুল থেকে চুইংগাম দূর করার জন্য এক টুকরো বরফ নিয়ে চুলে ঘষতে থাকুন। এবার আস্তে আস্তে চুইংগাম তোলার চেষ্টা করুন।এর ফলে চুইংগাম সহজে অপসারিত হবে এবং ধীরে ধীরে চুল থেকে ছেড়ে যাবে।

নুন: একটি পাত্রে উষ্ণ গরম জল নিন এবং তারপরে এতে নুন মেশান। এবার চুলের যেই অংশে চুইংগাম লেগেছে, সেই অংশটি কিছুক্ষণ ওই জলে ডুবিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর ধীরে ধীরে ছাড়াতে থাকুন। দেখবেন আপনার চুল থেকে চুইংগাম খুব দ্রুত ছেড়ে গেছে।

ভিনিগার: একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। এবার তুলোয় করে ওই অ্যাপেল সিডার ভিনিগার চুইংগামের উপর লাগান। দেখবেন চুইংগাম খুব দ্রুত আপনার চুল থেকে ছেড়ে গিয়েছে।

কোকাকোলা: একটি পাত্রে কোকাকোলা বা থামস আপ নিন। চুলের যে অংশে চুইংগাম লেগেছে সেই অংশটি ওই কোকাকোলার মধ্যে ডুবিয়ে দিন। দেখবেন উপকার মিলবে।

Lifestyle: ছেলেদের এই ৭টি গোপন জিনিসের দিকেই বেশি নজর দেন মেয়েরা

Astrology Tips: নিমিষে দূর হবে অর্থনৈতিক সমস্যা, রাতে ঘুমানোর আগে লবঙ্গের সঙ্গে পোড়ান এই ছোট্ট জিনিসটি

Night Skin Care: ত্বক হবে দুধের মত ফর্সা, ঘরোয়া পদ্ধতি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত নাইট ক্রিম

Vastu Tips: ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৫টি গাছ, অর্থ লাভে বাঁধা, থমকে যাবে আয়-উন্নতি

উপরে উল্লেখিত পদ্ধতিগুলি মেনে চললে খুব দ্রুত আপনি চুল থেকে চুইংগাম দূর করতে সক্ষম হবেন। এছাড়াও শীতকালে চুলে অনেক রকমের সমস্যা দেখা দেয় যেমন- খুশকি, চুলের রুক্ষ ভাব ইত্যাদি। চুলের খুশকি দূর করার জন্য পাতিলেবুর রস স্ক্যাল্পে লাগিয়ে শুকিয়ে শ্যাম্পু করে নিলে খুশকি দূর হয়। এছাড়াও চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত দই লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে শ্যাম্পু করে নিলে চুলের রুক্ষ ভাব দূর হয়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *