Hansika: ‘কোই মিল গেয়া’র ছোট্ট টিনা এখন সুন্দরী যুবতী, ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না

Spread the love

ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল ২০০৩ সালে ঋত্বিক রোশন(Hrithik Roshan) এবং প্রীতি জিন্টার(Preity Zinta) অভিনীত ছবি ‘কোই মিল গয়া’। ছবিটি সমালোচক এবং অনুরাগীদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল। এটি প্রথম ভারতীয় সিনেমা যেখানে এলিয়েন দেখা গিয়েছিল।

এই ছবিতে মানসিকভাবে পিছিয়ে থাকার রোহিতকে তার সমবয়সী কেউ বন্ধু হিসেবে মানতে চাইত না। তাঁরা সব সময় রোহিতকে হেনস্থা করত। সেই সময় রোহিতের ক্লাসের বন্ধুরা তাঁর পাশে ছিল। তাঁর বন্ধুদের মধ্যেই ছোট্ট একটি মেয়ে ছিল, টিনা। টিনার সঙ্গে রোহিতের বন্ধুত্ব খুবই গভীর ছিল।

ছবিতে ছোট্ট এই মেয়েটিও কিন্তু দর্শকদের নজর কেড়েছিল। এই ছবির সেই ছোট্ট মেয়েটির আসল নাম হল হংসিকা মোতওয়ানি(Hansika Motwani)। দেখতে দেখতে ছবিটি পেরিয়ে গিয়েছে প্রায় ২ দশক,সেই ছোট্ট টিনা কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাঁর বয়স এখন ৩১ বছর। বলিউডে এখন তাঁকে খুব একটা কাজ করতে না দেখা যায় না।

তবে তেলেগু এবং তামিল ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন তিনি। হংসিকা ‘শাকালাকা বুম বুম’ নামের একটি হিন্দি টেলিভিশন সিরিজ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত শিশু অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে একটি তেলেগু ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তাঁর। হংসিকা ইতিমধ্যেই ৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, জয়পুরের প্রায় ৪৫০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী দুর্গে মহা ধুমধাম করে হংসিকার বিয়ের আয়োজন করা হয়েছে। এমনকি বিয়ের কার্ডও পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছে। দুর্গটিকে অভিনেত্রীর বিয়ে উপলক্ষে সুন্দর করে সাজানোর কাজ চলছে। এই কাজের জন্য বিশেষ কারিগর এবং সজ্জা শিল্পীদের ডাকা হয়েছে। বিয়ের কার্ডে স্থানের জায়গাতে মুন্ডোটা ফোর্ট এন্ড প্যালেসের নাম উল্লেখ রয়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *