KTM Duke: রাতের অন্ধকারেও উঠবে আলোর ঝড়! দুর্দান্ত LED লাইট সহ শীঘ্রই লঞ্চ হতে চলেছে KTM 200 Duke

Spread the love

ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা হল বাজাজ। এবার বাজাজ অধীনস্থ কেটিএম ইন্ডিয়া তাদের 200 Duke বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করতে প্রস্তুত। বিভিন্ন ধরনের বদল নিয়ে শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে Duke-এর 200 cc ভার্সন। সংস্থার তরফে এখনও বাইক লঞ্চের তারিখ সম্পর্কে জানানো না হলেও সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

আর সেখানে দেখা গিয়েছে 2023 KTM 200 Duke-এ নতুন এলইডি হেডলাইটের উপস্থিতি। লাইটিং-এর ধারণাটি নেওয়া হয়েছে 390 Duke থেকে। জানা যাচ্ছে, নতুন DRL দ্বারা আবৃত নতুন LED লাইট ছাড়া গাড়িটির আর কোনো বিষয়ে পরিবর্তন থাকছে না৷ তবে গাড়িটি আগের মতই ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আসতে পারে।

কেটিএম-এর এই নতুন বাইকে ইঞ্জিনের কথা বলতে গেলে এটিতে থাকছে 199.5 সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটির মাধ্যমে 10,000 RPM গতিতে 25 PS শক্তি এবং 8,000 RPM গতিতে 19.5 NM টর্ক উৎপন্ন হবে। এছাড়া ট্রান্সমিশনের জন্য দেওয়া হয়েছে 6 স্পিড গিয়ারবক্স।

হার্ডওয়্যারের কথা বলতে গেলে এটিতে আগের মতই 43 মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, স্প্লিট ট্রেলিস ফ্রেম, 10 স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক এবং ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *