HoHo Bus: লন্ডন, প্যারিসের মতো নতুন ‘হোহো’ বাস পরিষেবা চালু হবে কলকাতায়! বড়সড় উদ্যোগ রাজ্য সরকারের

Spread the love

সম্প্রতি বাংলায় চালু হতে চলেছে ‘হোহো’ বাস। এবার কলকাতার(Kolkata) রাস্তায় চলবে এই বাস। এই ‘হোহো’ কথাটির সম্পূর্ণ অর্থ হলো হপ-অন-হপ-অফ বাস। লন্ডন(London), প্যারিস(Paris), বার্সেলোনা, লিসবন (Lisbon)এবং দুবাইয়ের (Dubai)মত বড় বড় শহরে এ ধরনের পর্যটক বাস চলাচল করে। এর ফলে এই বাসে করেই পর্যটকরা শহরের নানান দ্রষ্টব্য স্থানগুলিতে পৌঁছে যেতে পারেন।

এর ফলে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য অটো, ট্যাক্সি, বাস এসবের ঝুট ঝামেলা এড়ানো যাবে। পশ্চিমবঙ্গের(West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পরিকল্পনা অনুযায়ী, এবার কলকাতাতেও (Kolkata)এই ধরনের পর্যটক বাস চালানো হবে। সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহতেই এর সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।

এটি একটি পর্যটন ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে যৌথ উদ্যোগ। এই এসি বাসটির মাধ্যমে কলকাতার (Kolkata)মোট ১৮ টি জনপ্রিয় স্থানে যাতায়াত করা যাবে। প্রথমের দিকে ৩টি বাস চলবে ২০ মিনিট অন্তর অন্তর। তারপরে ভবিষ্যতে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। কলকাতার (Kolkata)গন্ডি পেরিয়ে এই পর্যটক বাস রাজ্যের আরও ১০০ টি পর্যটন ক্ষেত্রে পৌঁছে যাবে পর্যটকদের নিয়ে। এই বাসটি এমন এমন স্থানে যাবে, যেখানে সেরকম ভাবে যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই।

Gangtok Tour: পর্যটকদের জন্য সুখবর, এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যান আরও সহজে!

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

Flipkart-এ নয়া নিয়ম, এবার থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস কিনতে গেলে দিতে হবে অতিরিক্ত চার্জ

এই বাসে মাথাপিছু খরচ মাত্র ২৫০ টাকা। কেবলমাত্র ২৫০ টাকাতেই একজন যাত্রী যেখানে খুশি যতবার খুশি যেতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী, বাসটি মল্লিক ঘাট, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মত দিকে পরপর যাবে। একদিনেই পর্যটকরা কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারবেন এই বাসে করেই। এই ১৮ টি দ্রষ্টব্য স্থানেই বাসস্ট্যান্ডের কাছে বড় করে লাগানো হবে তার বিশেষ QR code। সেখানে স্ক্যান করলেই সেই অঞ্চলের ইতিহাস সম্পর্কে বিশদে জানতে পারবেন পর্যটকরা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *