Liquor Ration Shop: এবার চাল-ডালের সঙ্গে রেশন দোকানেই পাবেন মদ! অনুমতি চাইল রেশন ডিলার্সদের সংগঠন

Spread the love

“মদ আমাদের দিতে হবে রেশন দোকানে।”এটি একটি খুব জনপ্রিয় বাংলা গান। এটি কিছু বছর আগে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল। রেশন ডিলারস ফেডারেশন এবার নব উদ্যোগ নিল খানিকটা সেই রকমই। কেন্দ্রীয় সরকারকে মদ বিক্রি করার অনুমতি চেয়ে পত্র পাঠিয়েছে রেশন ডিলার্সদের সংগঠন। গত ২০ সেপ্টেম্বর রেশন ডিলারদের তরফ থেকে কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রী মুখ্য সচিব সুধাংশু পান্ডেকে চিঠি পাঠানো হয়েছে।

হঠাৎ কি কারণে নেওয়া হলো এরকম এক পদক্ষেপ? রেশন ডিলাররা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রেশন দোকানগুলি টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। রেশন ডিলাররা কেন্দ্রীয় সরকারের কাছে মদ বিক্রি করার অনুমতি চেয়ে রেশন দোকানগুলিকে পুনরায় জীবিত করার প্রচেষ্টায় রয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারকেও সঙ্গ দিতে হবে।

সরাসরি রেশন দোকানগুলি থেকে নিজেদের জীবিকা নির্বাহ করে সারাদেশের প্রায় আড়াই কোটি মানুষ। এর সাথে সাথেই দেশের প্রায় আরো পাঁচ কোটি মানুষ কোন না কোনোভাবে যুক্ত রয়েছেন রেশন দোকানে কর্মসংস্থানের সঙ্গে। আমাদের দেশে এই মুহূর্তে রেশন দোকানের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৮৬৮ টি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের কথা অনুসারে।

বর্তমানে যেভাবে রেশন দোকানগুলি চলছে তাদের রেশন ডিলারদের দাবি তাদের কোনো লাভই থাকছে না এতে। এই কারণেই তারা মদ বিক্রির অনুমতি চেয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। এছাড়াও ভবিষ্যতে রেশন দোকানগুলিতে পাঁচ কেজি এলপিজি সিলিন্ডার যাতে বিক্রিয় করা যায় সেই ব্যাপারেও তারা আগ্রহ করেছেন। রেশন ডিলাররা প্রত্যাশা করছেন, যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার রেশন দোকানগুলি কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *