Maa robot: দিনমজুর বাবা তার বিশেষভাবে অক্ষম কন্যাসন্তানকে খাওয়াতে আবিষ্কার করলেন ‘মা রোবট’

Spread the love

এক ব্যক্তি নিজের মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য আবিষ্কার করলেন এক অভিনব যন্ত্র Maa robot। ব্যক্তিটি হলেন একজন দিন মজুর। ব্যক্তিটির নাম হল বিপিন কদম। তার স্ত্রী ভীষণ অসুস্থ এবং তার নিজের মেয়ে শারীরিকভাবে অক্ষম। মেয়েকে খাইয়ে দেওয়ার জন্যই এই অভিনব যন্ত্র তৈরি করে ফেললেন তিনি। যন্ত্র সম্বন্ধে কোন ধারণাই নেই তার, তবুও তিনি ঘটিয়ে ফেলেছেন এক আশ্চর্য ঘটনা।

ব্যক্তিটি গোয়ার অধিবাসী। তার মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী। একটা সময় বিপিনের সহধর্মিনী তার মেয়েকে দেখাশোনা ভালোভাবেই করতে পারত। হঠাৎই তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান। এরকম পরিস্থিতিতে একটা উপায়ের সন্ধান করছিলেন বিপিন। উপায় সন্ধান করতে করতেই তিনি আবিষ্কার করে ফেললেন একটি রোবট।

শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েকে এখন সেই রোবটটি খাইয়ে দেয়। দিনমজুর বিপিনের মেয়েকে নিয়ে চিন্তা অনেকটাই কমেছে এখন রোবটটি আবিষ্কারের পর। বিপিন তার রোবটটার নাম দিয়েছে ‘মা রোবট’। একজন মায়ের মতোই তার মেয়েকে খাইয়ে দেয় বলে বিপিন এইরকম নামকরণ করেছে রোবটির।বিপিন জানিয়েছে ,তার মেয়ে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণে সে ঠিকমতো হাত-পা চলাচল করতে পারে না। এখান থেকেই তার মাথায় আসে কিছু একটা তৈরি করার কথা, যা তার মেয়েকে খাইয়ে দিতে পারবে।

মা রোবট কিভাবে কাজ করে:
বিপিনের তৈরী রোবটটির মধ্যে একটি থালা বসানো রয়েছে। খাবার দেওয়া হয় সেই থালাতেই। বিপিনের মেয়েটির যখনই কিছু খাওয়ার ইচ্ছা হয় সে রোবটের কাছে নিজের মুখটা নিয়ে যায় এবং রোবটকে বলে তার কি খেতে ইচ্ছা করছে তারপর রোবটটি সেই খাবারটি মেয়েটির মুখে পৌঁছে দেয়। বিপিনের মেয়ে খাওয়া দাওয়া নিয়ে সম্পূর্ণভাবে মায়ের উপর নির্ভরশীল ছিল। মা খুবই অসুস্থ। বিপিনকে কাজ সেরে বাড়িতে এসে খাওয়াতে হতো মেয়েকে। এই কারণেই বিপিন অনলাইনের মাধ্যমে পড়াশোনা করে নিজের হাতেই এই রোবটটি আবিষ্কার করে ফেলল। দিনমজুর বিপিন জানায় ,যে রোবটটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় এক বছর মতো। বিপিন আশা রাখছে তার এই আবিষ্কৃত রোবটটি গোটা বিশ্বে আরো অনেক অসহায় মানুষদের সাহায্য করবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *