Svitch Bike: আকর্ষণীয় ফিচারস সহ লঞ্চ হল সবচেয়ে সস্তার ইলেকট্রিক বাইক, এক চার্জেই ছুটবে ৮০ কিমি

Spread the love

মূল্যবৃদ্ধির এই বাজারে সব জিনিসের দাম একেবারে আগুন। পেট্রোলের দাম তো একেবারে আকাশছোঁয়া। এই কারণেই এখন সবাই ইলেকট্রিক বাইক ,স্কুটার এর দিকে বেশি ঝুঁকছে। বৈদ্যুতিক বাইক, স্কুটারের চাহিদা ভারতীয় বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারতে বিভিন্ন নামিদামি কোম্পানিগুলি দুর্দান্ত ফিচারস সহ খুব সস্তায় ইলেকট্রিক বাইক লঞ্চ করছে। কোনো কোনো কোম্পানির বাইকের স্পিড বেশি, তো আবার কোনো কোনো কোম্পানির বাইকের রেঞ্জ বেশি, আবার কারোর বাইক খুব শীঘ্রই চার্জ হয়ে যায়।

সম্প্রতি আমেদাবাদের একটি সংস্থা Svitch Bike,তাদের নয়া ইলেকট্রিক বাইক LITE XE বাজারে লঞ্চ করেছে। এটি এই সংস্থাটির নতুন ফোল্ডিং বাইক। দেশের তরুণদের আকর্ষণ করার জন্য এই বাইকটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। দুর্দান্ত সব ফিচারস সহ এই বাইকটির দামও রয়েছে একেবারে সাধ্যের মধ্যে। বাইকটির মূল্য হল মাত্র ৭৫,০০০ টাকা।

বাইকটি সম্পূর্ণ চার্জে একেবারে ৮০ কিমি পর্যন্ত যেতে পারবে। এছাড়াও বাইকটিতে রয়েছে LCD টাচ ডিসপ্লে ও ৭ স্পিড বিশিষ্ট গিয়ার বক্স। এই বাইকটিতে এয়ারক্রাফ্ট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের ব্যবহার করা হয়েছে ,যাতে বাইকটি অনেকদিন পর্যন্ত টেকসই হয়। বাইকটির প্রধান বিশেষত্ব হল অত্যাধুনিক এই বাইকটি আপনি ফোল্ড করতে পারবেন। বাজারে এই বাইকটির ৫টি নতুন মডেল লঞ্চ হয়েছে।

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

Ola S1 Pro: দেশের সবচেয়ে সস্তা OLA কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার, দাম শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

এই বাইকটি আপনি চাইলেই একেবারে ৩৬০° পর্যন্ত ফোল্ড করতে পারবেন। বাইকটিতে ৩৬ ভোল্ট এবং ২৫০ ওয়াটের মোটর যুক্ত করা হয়েছে। এই বাইকটি খুবই হালকা এবং শক্তিশালী। বাইকটিতে ১০.৪ Ah ব্যাটারি যোগ করা হয়েছে অধিক মাইলেজের জন্য। সম্প্রতি এই নতুন বাইকটি ৪২২ কিমি পথ মাত্র ১২ ঘণ্টায় অতিক্রম করে একটি নয়া রেকর্ড গড়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *