Alto: নতুন লুকে বাজার কাঁপাতে এলো মারুতি সুজুকি Alto 800, জেনে নিন দাম ও নতুন ফিচার

Spread the love

ভারতের মারুতি সুজুকির গাড়ির চাহিদা সবসময়ই বেশি থাকে। এ কেবল কথার কথা নয় গত কয়েকবছর এই গাড়ি বিক্রির পরিমাণ দেখলেই তা বোঝা যায়। নতুন বছরেও নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে কোনো কার্পন্য করছেনা এই সংস্থা। নতুন বছরে নতুন রুপে ধরা দিতে চলেছে মারুতি সুজুকি Alto800. নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য দারুন সুখবর নিয়ে আসা হয়েছে এই সংস্থার তরফে।

Maruti Alto 800 SUV এখনো পর্যন্ত মধ্যবিত্ত পরিবারের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সাধ‍্যের মধ্যে দাম সাথে দুর্দান্ত মাইলেজ এর প্রধান আকর্ষণ। তবে গাড়িটির নতুন ভেরিয়েন্টে আগের থেকে বেশি নিরাপত্তা মান দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এবার তিনটি ভেরিয়েন্টে কোম্পানি লঞ্চ করতে পারে গাড়িটি।

Maruti Alto 800 গাড়িতে প্রথম পরিবর্তন নজরে পড়ছে তার ইঞ্জিনে। এখানে BS-6 NORMS ইঞ্জিনের সাথে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। গাড়িতে তার ইঞ্জিনে হার্ডওয়্যার ও সফটওয়্যার লেভেলে অনেক পরিবর্তন করেছে। এছাড়াও দেওয়া হয়েছে নতুন ডিজাইন করা বাম্পার এবং সাইড ফেন্ডার। Maruti Alto 800 গাড়ির ড্যাশবোর্ড এবং সিট দুটোতে ডুয়াল টোন কালার থিম দেওয়া হয়েছে।

এছাড়াও এখানে একটি ব্লুটুথ নির্ভর স্মার্ট প্লে ডক রয়েছে যার ফলে আপনার স্মার্টফোনটিকে গাড়ির টাচ স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন। নতুন 5 গিয়ারবক্স যুক্ত Maruti Alto তে দেওয়ার হয়েছে 796 সিসি F8D3 সিলিন্ডার ইঞ্জিন যা 69NM টর্ক সহ 47 BHP পাওয়ার জেনারেট করতে সক্ষম। কোম্পানির দাবি গাড়িটি 22.05 KMPL মাইলেজ দেবে‌।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *