Maruti Suzuki: ফরচুনারকে টেক্কা দেবে Maruti Suzuki-র এই Alto, জেনে নিন নতুন গাড়ির দাম

Spread the love

বাজেট মূল্যে আসছে Maruti Suzuki-র নতুন গাড়ি, যা জনপ্রিয়তায় টেক্কা দেবে ফরচুনারকে, জানুন বৈশিষ্ট্য। গাড়ির মার্কেটে ফোর হুইলারের রাজা বলা যায় মারুতি সুজুকিকে। যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। প্রসঙ্গত, গ্রাহকদের কথা ভেবে বাজেট মূল্যের গাড়ি লঞ্চ করায় এই কোম্পানির বেশ জনপ্রিয়তা রয়েছে। সেরকম এই কোম্পানির জনপ্রিয় বাজেট মূল্যের গাড়ি হল অল্টো ১০০। যারা বাজেট মূল্যের মধ্যে গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এই গাড়ি বেশ উপযোগী। খবর হয়েছে, এবার এই অল্টো ১০০-এরই আপডেট ভার্সন আনতে চলেছে Maruti Suzuki।

যা সব দিক থেকে টেক্কা দেবে ফরচুনারকে। চলতি বছরে লঞ্চ হবে Maruti Suzuki Alto 100-এর এই আপডেট ভার্সন। চলুন এই গাড়ি লঞ্চ হওয়ার ডেট, দাম এবং ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে, Maruti Suzuki-র এই অল্টো ১০০-এর আপডেট ভার্সন তৈরি হবে হার্ড ড্রেক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। যার দৈর্ঘ্য প্রস্থ সহ লুক সবটাই পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে। মারুতি সুজুকির এই নতুন গাড়ি অফার করবে STD,L এবং V তিনটি ট্রিমে। সিএনজিকেট সহ দেওয়া হবে এই L ট্রিম। অন্যদিকে এই গাড়ির লুক সম্পর্কে জানা গিয়েছে এই গাড়িটিতে দেওয়া হবে নতুন হেডল্যাম্প এবং টেলল্যাম্পের সাথে একটি আকর্ষণীয় স্পোর্ট লুক।

এর পাশাপাশি পাওয়া যাবে একটি স্পোর্টি ফ্রন্ট গ্রিল বাম্পার। এছাড়াও মারুতি সুজুকির আসন্ন এই নতুন গাড়িটিতে ইঞ্জিন দেওয়া হবে ৭৯৬cc BS6 ইঞ্জিন। যা ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসবে। ছটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। মাইলেজ সম্পর্কে জানা গিয়েছে, এটি পেট্রোলে ২২.০৫ km/l এবং CNG-তে ৩১.৫৯ km/kg মাইলেজ দেবে। ভ্যারিয়ান্ট পিছু ভিন্ন দাম রয়েছে এই গাড়ির। এক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে এই গাড়ির দাম রয়েছে ২.৯৪ লক্ষ টাকা।

LXI ভ্যারিয়েন্টে দাম ৩.৫ লক্ষ টাকা এবং VXI মডেলের দাম রয়েছে ৩.৭২ লক্ষ টাকা। সবকিছুর পাশাপাশি এই গাড়ির অন্যান্য ফিচার্স সম্পর্কেও জানা গিয়েছে। সেগুলি হল অ্যান্ড্রয়েড অটোসহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কিলেস এন্ট্রি, সামনের পাওয়ার উইন্ডোজ, ড্রাইভার-সাইড এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর এবং EBD-এর সাথে ABS। এর পাশাপাশি থাকবে স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল। ১৪ ই আগস্ট লঞ্চ হবে মারুতি সুজুকির এই নতুন গাড়ি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *