Maruti Suzuki: মাইলেজ দেবে ৩১ KMPL-এরও বেশি, মারুতি সুজুকির এই সবচেয়ে সস্তার গাড়িটি ট্রাই করে দেখতে পারেন

Spread the love

বাজারে বর্তমানে বাজেট মূল্যের গাড়ির চাহিদা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাজেট মূল্যের গাড়ির কথা বলতেই প্রথমেই নাম আসে মারুতি সুজুকি কোম্পানির Alto এর কথা। মারুতি সুজুকি কোম্পানির সবথেকে বাজেট মূল্যের ও জনপ্রিয় গাড়ি হল Alto 800। গাড়িটির বিশেষত্ব হলো এর মাইলেজ। তাই যারা বাজেট মূল্যের গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য Alt 800 সেরা অপশন। এই গাড়িটি মারুতি সুজুকি কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া একটি গাড়ি।

সম্প্রতি মারুতি সুজুকি ভারতীয় বাজারে এই গাড়ির আপডেট ভার্সন লঞ্চ করেছে। এই গাড়িটির আপডেট ভার্সন হলো Alto K10। ভারতীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন এই নতুন গাড়িটির জন্য। গাড়িটি বাজেট মূল্যের হলেও গাড়িটিতে বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্টের ফিচারস রয়েছে। এছাড়াও গাড়িটিতে রয়েছে দুর্দান্ত মাইলেজ। সম্প্রতি এই গাড়িটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। যার ফলে গ্রাহকদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

গাড়িটিতে ASG অর্থাৎ অটো গিয়ার শিফট ট্রান্সমিশন সমৃদ্ধ ১ লিটারের ডুয়াল -জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়াও গাড়িটিতে রয়েছে স্টার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেন্টমেন্ট সিস্টেম যা অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। এছাড়াও গাড়িটিতে কি লেস এন্ট্রি, অটো ওআরভিএম প্রভৃতি আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। গাড়িটিতে EBD সহ এবিএস ব্রেকিং ও গাড়ির সামনে দুটি এয়ারব্যাগ রয়েছে নিরাপত্তার জন্য।

Royal Enfield: 350 CC সেগমেন্টে ভারতীয় বাজার কাঁপাচ্ছে Royal Enfield-এর এই ৩টি বাইক, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

Ola S1 Pro: দেশের সবচেয়ে সস্তা OLA কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার, দাম শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

এই গাড়িটি ৩১ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে ১ লিটার পেট্রোলেই। গাড়িটির এক্স শোরুম মূল্য হল ৩.৯৯ লক্ষ টাকা। এই গাড়িটির ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। ইতিমধ্যেই, অক্টোবর মাসে মারুতি সুজুকি কোম্পানিটির এই গাড়িটির বিক্রি মোট ২১ শতাংশ বেড়ে ১ লাখ ৬৭ হাজার ২৫০ ইউনিটে দাঁড়িয়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *