Maruti Suzuki: হাতে রয়েছে মাত্র কিছুদিন, দাম বাড়ার আগেই বাম্পার অফারে কিনে ফেলুন Maruti-র গাড়ি

Spread the love

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বাড়িয়ে দিতে চলেছে। কিন্তু ইন্দো-জাপানি সংস্থাটি বর্ধিত মূল্যের ভার ক্রেতাদের কাঁধে চাপানোর আগে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিয়েছে। সংস্থাটি বেশ কয়েকটি মডেলের উপর ৫০,০০০ টাকার বেশি ছাড় দিচ্ছে।

তবে এই ডিসকাউন্ট শহর এবং ডিলারদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। তাই আপনি যদি গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার নিকটবর্তী শোরুমে এই অফারটি উপলব্ধ আছে কিনা তা অতি অবশ্যই জেনে নেবেন। মারুতি সুজুকি এই ডিসকাউন্টের তালিকা থেকে Grand Vitara,Ertiga,XL6 এবং Brezza-কে বাদ দিয়েছে।

তবে সর্বাধিক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই সংস্থার সবথেকে ছোট গাড়ি Alto K10-এর উপর। এই গাড়িটির নতুন মডেলটি কিনলে ৫২,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও এতে ৩০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস বাবদ ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়াও মারুতি সুজুকি Alto K10এর অটোমেটিক ভ্যারিয়েন্টে ২২,০০০ টাকার ডিসকাউন্ট এবং সিএনজি ভেরিয়েন্টে ৪৫,১০০ টাকার ছাড় দিচ্ছে। Maruti Suzuki-এর পরবর্তী মডেলটি হলো Celerio। গাড়িটি বর্তমানে ৪৬,০০০ টাকা ডিসকাউন্ট সহ উপলব্ধ রয়েছে। কিন্তু গাড়িটির সিএনজি ভার্সনে ছাড়ের পরিমাণ Alto K10 সিএনজি এর সাথে অনুরূপ।

তবে Celerio এর অটোমেটিক ভ্যারিয়েন্টটিতে ২১,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, Maruti WagonR ও Alto 800 এর উপর ৪২,০০০ টাকার ডিসকাউন্ট চলছে। অপরদিকে, হ্যাচব্যাক মডেল Swift এবং সাব-কমপ্যাক্ট সেডান Dzire গাড়িটি ক্রয় করলে ৩২,০০০ টাকার বেনিফিট লাভ করা যাচ্ছে।

তবে এই অফারের শেষ তারিখ সম্পর্কে এখনো কোনো রকম কোনো খবর পাওয়া যায়নি। তাই গাড়ি কেনার আগে শোরুমে গিয়ে অফারের সম্পর্কে বিশদে জেনে নেবেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *