Maruti Suzuki: সুপার বেস্ট গাড়ি লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, দেখে নিন দাম ও ফিচারস

Spread the love

দেশের এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িগুলোর মধ্যে 90 শতাংশ মালিকানা মারুতি সুজুকির দখলে। গাড়ি নির্মাতারা বিশ্বাস করে যে এসইউভি গুলির চাহিদা বাড়লেও দেশের বাজারে ছোট সাইজের গাড়িগুলির একটি উল্লেখযোগ্য অংশ থাকবে। বিশ্বাসের উপর নির্ভর করেই, কোম্পানি এই বছর নতুন প্রজন্মের Celerio এবং Alto K10 চালু করেছে।

ইতিমধ্যেই মারুতি সুজুকির এই দুটি মডেল ভারতীয় বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। তাই 2024 সালে, Maruti Suzuki কোম্পানি তাদের সবচেয়ে জনপ্রিয় হ্যাচব্যাক মডেল সুইফট এবং সেডান ডিজায়ার এর নতুন সংস্করণ লঞ্চ করতে চলেছে। 2024-এ আসন্ন Maruti Swift এবং Dzire মডেল দুটিতে থাকবে টায়োটার হাইব্রিড প্রযুক্তির 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন।

সূত্রের খবর অনুসারে, সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Maruti Grand Vitara হল মারুতির প্রথম মডেল যা শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি অফার করে৷ এটি ব্যাটারী ও পেট্রোল উভয়ের সমন্বয়ে দৌড়য়। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নতুন Swift এবং Dzire হাইব্রিড ইঞ্জিনের দৌলতে লিটার প্রতি 35 থেকে 40 কিমি মাইলেজ দেবে।

এটি ঘটলে উভয় মডেলই দেশের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী গাড়িতে পরিণত হবে। নয়া আপডেটের ফলে নতুন Swift এবং Dzire মডেল দুটি আগামী দিনে আসন্ন CAFE II (Corporate Average Fuel Economy)মাপ কাঠির অনুসারী হবে। বর্তমানে, Maruti Swift এবং Dzire গাড়ি দুটি 1.2 লিটারের ফোর সিলিন্ডার K12N ডুয়েল জেট পেট্রোল ইঞ্জিন সহ উপলব্ধ।

Hyundai: দুর্দান্ত লুক সহ পাওয়ারফুল মাইলেজ, ভারতের বাজার কাঁপাতে ইলেকট্রিক গাড়ি আনছে Hyundai, জানুন কবে লঞ্চ করবে

Biriyani: অবিশ্বাস্য! মাত্র ১ টাকায় মিলবে ভরপেট বিরিয়ানি থেকে শুরু করে মাছ-ভাত, রইল দোকানের ঠিকানা

Gas Cylinder: সিলিন্ডারে গ্যাস কতটা বেঁচে আছে? চটজলদি বুঝে যাবেন এই সহজ উপায়ে

Top 5 250cc Bikes: সাধ্যের মধ্যে সাধ পূরণ, দেশের সবচেয়ে সস্তা 250cc-র এই ৫টি বাইক

মোটরটি সর্বোচ্চ 90bhp শক্তি এবং 113Nm টর্ক উৎপন্ন করে। এটি একটি 5-স্পীড ম্যানুয়াল বা একটি AMT গিয়ারবক্সের সাথে থাকতে পারে। ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের ইঞ্জিনটি থেকে যথাক্রমে 23.30 কিমি/লিটার ও 21.12 কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। উভয় মডেলই বাজারে সিএনজি ফুয়েল বিকল্পের সাথে উপলব্ধ।

দামের বিষয়ে লক্ষ্য করলে দেখা যাবে, পেট্রোল চালিত গাড়িগুলির হাইব্রিড ভার্সনের মূল্য অন্ততপক্ষে প্রায় 1 লক্ষ টাকা – 1.50 লক্ষ টাকা । তবে বর্তমানে মারুতি সুজুকি Swift গাড়িটির এক্স শোরুম মূল্য 5.92 লক্ষ টাকা থেকে 8.85 লক্ষ টাকা। অপরদিকে, Dzire মডেলটির এক্স শোরুম মূল্য হল 6.24 লক্ষ টাকা থেকে 9.18 লক্ষ টাকা৷


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *